Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমরা ভাল আছি, আপনি বাড়ি যান’, কাকে বললেন করিনা?

করোনার চোখ রাঙানিকে থামাতে এ বার মজার মোড়কে একটি মিম শেয়ার করলেন করিনা কাপুর খান।

‘আমরা ভাল আছি, আপনি বাড়ি যান’, কাকে বললেন করিনা?
করিনা কাপুর খান।
Follow Us:
| Updated on: Apr 19, 2021 | 7:38 PM

মাস্ক পরুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। দয়া করে বাড়িতে থাকুন। একাধিকবার এই সব অনুরোধ করছেন সিনে দুনিয়ার প্রতিনিধিরা। তাঁদের কথা সাধারণ মানুষ শোনেন। তাঁদের অনুসরণ করেন। সেই আশাতেই এই পদক্ষেপ। করোনার (COVID 19) চোখ রাঙানিকে থামাতে এ বার মজার মোড়কে একটি মিম শেয়ার করলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)।

করিনার শেয়ার করা মজার ছবিতে দেখা যাচ্ছে, কেউ বাড়িতে এলে তাঁকে বলতে হবে, বাড়ি আসার জন্য ধন্যবাদ। আমরা ভাল আছি। আপনি এ বার বাড়িতে চলে যান। অর্থাৎ এই সময়টা কারও বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। বরং প্রত্যেকে নিজের নিজের বাড়িতে থাকলে সমস্যার সুরাহা হবে অনেকটাই। এই বার্তাই দিতে চেয়েছেন নায়িকা।

post

করিনার শেয়ার করা সেই পোস্ট।

করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে ভারত। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দিল্লিতে আজ সোমবার রাত ১০টার পর থেকে আগামী কয়েকদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। অন্যদিকে মুম্বইতে চলছে জনতা কার্ফু। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সচেতনতার অভাবকে দায়ি করছেন চিকিৎসকদের বড় অংশ। সর্বস্তরে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন, চর্ম বিশেষজ্ঞের পরামর্শে সুন্দর হতে গিয়ে হিতে বিপরীত হল অভিনেত্রীর!