AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: জেহ-র এ কেমন ব্যবহার? ক্যামেরার ধরা পড়তেই রে-রে করে উঠল নেটপাড়া

Jeh Ali Khan: একের পর এক পোস্টে তাদের নানা ছবি ভাইরাল হতে দেখা যায়। তবে তার মধ্যে এমন কিছু ফ্রেমও থাকে যা নিয়ে রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকে করিনা সন্তান। একবার রীতিমত তৈমুরকে কুকথা বলতে শোনা যায়। ক্যামেরায় সেই মুহূর্ত ধরাও পড়ে। এবার পালা জেহর।

Viral Video: জেহ-র এ কেমন ব্যবহার? ক্যামেরার ধরা পড়তেই রে-রে করে উঠল নেটপাড়া
| Updated on: Sep 23, 2024 | 8:12 PM
Share

জেহ আলি খান, করিনা কাপুর খান ও সইফ আলি খানের ছোট ছেলে। সোশ্যাল মি়ডিয়ায় জন্ম লগ্ন থেকেই ভাইরাল। কম বেশি সকলেই তৈমুর আলি খান ও জেহকে পছন্দ করেন। যাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানা ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায়। পাতৌদি পরিবারের ছোট্ট সদস্য সে। জন্ম লগ্ন থেকেই খবরের শিরোনামে জেহ আলি খান ও তৈমুর আলি খান। প্রথম থেকেই সকলের মন জয় করেছে তারা। সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। একের পর এক পোস্টে তাদের নানা ছবি ভাইরাল হতে দেখা যায়। তবে তার মধ্যে এমন কিছু ফ্রেমও থাকে যা নিয়ে রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকে করিনা সন্তান। একবার রীতিমত তৈমুরকে কুকথা বলতে শোনা যায়। ক্যামেরায় সেই মুহূর্ত ধরাও পড়ে। এবার পালা জেহর।

ছোট্ট জেহকে নিয়ে মাঝে মধ্যেই নানা ভিডিয়ো ভাইরাল হতে দেখা যাচ্ছে, যেখানে সে রীতিমত মেজাজ হারাচ্ছে। কিছুদিন আগেই দেখা গিয়েছিল, কোথাও একটা যাচ্ছিলেন করিনা কাপুর খান। কিন্তু মায়ের ওপর যে সে বেজায় রেগে তা তার মুখ দেখেই বোঝা গেল। মা গায়ে হাত দিতেই সে বিরক্ত। নিজেকে কিছুটা সরিয়ে নিল। তারপর মা ডাকলেও সেভাবে দিল না সাড়া। বরং তাকে বলতে শোনা গেল NO। এই ভিডিয়ো ভাইরাল হতেই সকলের নজরে জেহর মেজাজ। পাতৌদি পরিবারের মেজাজ পেয়েছে তারা।

এবারও একই ছবি। মায়ের সঙ্গে গাড়িতে ওঠার আগেই রেগে যায় সে, চিৎকার করে কিছু একটা বলতেই, এক শ্রেণি আবারও জেহর মেজাজ নিয়ে কটাক্ষ করায়, খেপে গেল অপর শ্রেণি। তাঁদের মতে, ‘ওরা ছোট, ওদের এসব থেকে বাদ দিন।’ কেউ আবার বললেন, ‘এভাবে ছোটদের ভিডিয়ো ভাইরাল না করাই ভাল। লাইম লাইট থেকে ওদের দূরে রাখুন।’ যদিও নেটপাড়ার এক বড় অংশ তা যে মানতে নারাজ, তা প্রমাণ হয়েছে ইতিমধ্যেই।