দ্বিতীয় সন্তানের জন্মের পর নতুন বাড়িতে শিফট করেছেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। কীভাবে বাড়ি সাজিয়েছেন দম্পতি?
নতুন বাড়ির ছাদে খুব সুন্দর বাগান করেছেন দম্পতি। পছন্দের গাছে ভরে রয়েছে চারপাশ।
বান্দ্রার এই নতুন অ্যাপার্টমেন্টের সবথেকে নজরকাড়া জায়গা ছাদের সুইমিং পুল। সোশ্যাল ওয়ালে মাঝেমধ্যেই পছন্দের পুলের ছবি শেয়ার করেন করিনা।
করিনা এবং সইফ দুজনেই জিমে শরীরচর্চা করতে অভ্যস্ত। বাড়িতেই একটি আস্ত জিম তৈরি করিয়ে নিয়েছেন দম্পতি। যাতে বাড়ির বাইরে করোনা পরিস্থিতিতে যাওয়ার প্রয়োজন না হয়।
নিজেদের ছবি দিয়ে নতুন বাড়ির বিভিন্ন ঘর সাজিয়েছেন করিনা। তাঁর পরামর্শেই নাকি ছবি দিয়ে সাজানো হয়েছে বাড়ি।
সইফ পড়তে ভালবাসেন। দিনের অনেকটা সময় লাইব্রেরিতে কাটানো তাঁর পছন্দের। সে কারণে সইফের পছন্দের বইতে সাজিয়েছেন বাড়ির লাইব্রেরি।
দুই সন্তানের জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করেছেন করিনা। সব মিলিয়ে নতুন বাড়ি সাজানোয় রয়েছে তাঁর হাতে ছোঁয়া।