AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবার ‘লকডাউন’ শুরু হল! পোস্ট করে জানালেন কার্তিক আরিয়ান

করোনা আক্রান্ত হয়েছিলেন কার্তিক। কিন্তু হঠাৎ...

আবার 'লকডাউন' শুরু হল! পোস্ট করে জানালেন কার্তিক আরিয়ান
কার্তিক।
| Updated on: Mar 27, 2021 | 4:19 PM
Share

মুম্বই নগরীতে করোনা প্রকোপের চাপ বাড়ছে। একের পর এক পজিটি রিপোর্ট প্রকাশ পাচ্ছে কোভিড রিপোর্টে। সরকার আরও সচেতন হচ্ছে। বাড়ছে সতর্কতাও। এ হেন পরিস্থিতিতে একের পর এক বলিউড অভিনেতার করোনা আক্রান্ত হচ্ছেন। কোভিড ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত হলেন অভিনেতা পরেশ রাওয়াল। মিলিন্দ সোমনের করোনা রিপোর্টও পজিটিভ। কিছুদিন আগেই আক্রান্ত হন কার্তিক আরিয়ান। ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন কোনও কিছুকে নিশ্চিতভাবে ধরে ফেলতে নেই, অ্যাংরি ইয়ং ম্যান-এর থেকে শিখলেন ইমরান

সোমবার ইনস্টা পোস্টে পজিটিভ সাইনসহ একটি ছবি পোস্ট করে কার্তিক লেখেন, ‘পজিটিভ হয়ে গিয়েছি। আশীর্বাদ করো।’ কোয়ারেন্টাইনে রয়েছেন কার্তিক কিন্তু বাড়িতেও সারাক্ষণ কি আর মন টেকে চনমনে অভিনেতার। করোনা আক্রান্ত হওয়ার পর প্রথম সেলফি পোস্ট করেন অভিনেতা। লাল টিশার্ট পরে কার্তিক। মুখের উপর পড়ছে পড়ন্ত রোদ। ঠিক এই পোজে সেলফি তুলে পোস্ট করেন কার্তিক।

তবে একানেই শেষ নয়, ক্যাপশনে ফেলেছেন বুদ্ধিদীপ্ত ছাপ। কার্তিক লেখেন, ‘আমার লকডাউন তো শুরু হয়ে গেল, তোমাদের নাইট কার্ফুতে অন্তত হোক।’

প্রসঙ্গত, মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারের গণ্ডি পার করতেই গতকালই রাজ্য প্রশাসনের তরফে গোটা রাজ্য জুড়ে নাইট কার্ফু জারি হয়েছে। রাত আটটার পর শপিং মলও খোলা রাখা যাবে না বলে জানিয়েছে প্রশাসন। রাজ্যের বাসিন্দারা যদি সতর্ক না হন, আগামী ২ এপ্রিলের মধ্যে কড়া পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা।