Bollywood Gossip: কার্তিকের প্রাক্তন প্রেমিকাই আমির খানের হবু স্ত্রী! কোন অভিনেত্রী বলুন তো?
Bollywood Gossip: কার্তিক আরিয়ানের প্রেমিকের সংখ্যা নেহাতই কম নয়। কখনও সারা আলি খান আবার কখনও বা অনন্যা পান্ডের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে জানেন কি ইন্ডাস্ট্রির এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি যার সঙ্গে ইদানিং আমির খানের প্রেমের গুঞ্জন শোনা যায়।, আন্দাজ করতে পারেন তিনি কে?

কার্তিক আরিয়ানের প্রেমিকের সংখ্যা নেহাতই কম নয়। কখনও সারা আলি খান আবার কখনও বা অনন্যা পান্ডের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে জানেন কি ইন্ডাস্ট্রির এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি যার সঙ্গে ইদানিং আমির খানের প্রেমের গুঞ্জন শোনা যায়।, আন্দাজ করতে পারেন তিনি কে? তিনু আর কেউ নন, দঙ্গল কন্যা ফতিমা সানা শেইখ। তাঁর সঙ্গেই একসময় সম্পর্কে ছিলেন কার্তিক আরিয়ান। যদিও খুব অল্প সময়ের জন্য, তবে বন্ধুত্ব আজও রয়ে গিয়েছে। কার্তিকের সঙ্গে সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ফতিমা।
তাঁর কথায়, “কার্তিকের সঙ্গে যখনই দেখা হয়, ‘হাই’, ‘হ্যালো’ চলতেই থাকে। কিন্তু একটা সমস্যা রয়েছে। ছোটবেলায় ওর যে সব ছবি তুলে দিয়েছিলাম এখনও ও ওইসব ছবি দিতে থাকে ইনস্টাগ্রামে। কিন্তু আমাকে কিছুতেই ক্রেডিট দেয় না। আমি কিন্তু ভীষণ ভাল ছবি তুলি। দঙ্গলের আগে আমি ছবিই তুলতাম। তাই আমার ভীষণ ভীষণ খারাপ লাগে।”
View this post on Instagram
প্রশ্ন হল, আমির খানের সঙ্গে ফতিমা সানা শেখের সঙ্গে আমির খানের নাম জড়াল কী করে? তাঁদের বয়সের ফারাক অনেকটাই। আমিরের মেয়ে ইরার বয়সী ফতিমা। তবে আমিরের কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেই তাঁর নাম জড়ায় ফতিমা সানার সঙ্গে। তাঁদের এক মর্ফ করা ছবি নিয়েও চলেছিল জোর চর্চা। ‘দঙ্গল’ ছবিতে আমির ও ফাতিমা একসঙ্গে কাজ করেছেন। সেখানে আমির-কন্যার চরিত্রে দেখা যায় ফাতিমাকে। বলি অন্দর সূত্র দাবি তখন থেকেই নাকি সম্পর্কে জড়ান তাঁরা। এরপর সানার সঙ্গে ‘থাগস অব হিন্দুস্থান’-এও কাজ করেছেন আমির। শোনা যায়, আমিরের জন্যই নাকি ওই ছবিতে কাস্ট করা হয় তাঁকে। যদিও আমির ও সানা কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি। ‘লাল সিং চাড্ডা’ হওয়ার পর নিজেকে গুটিয়ে নিয়েছেন আমির। অন্যদিকে ফতিমাও ব্যস্ত আছেন কাজ নিয়ে।





