‘নাচতে পারে না, খুব বিরক্তিকর’, কে এমন অপমান করলেন ক্যাটরিনাকে?
নায়িকার দাবি, কোরিওগ্রাফার এমনভাবে কথাগুলো বলছিলেন, যাতে ক্যাটরিনার কানে স্পষ্ট করে সেসব কথা যায়। এরপর ক্যাটরিনা বলেন, ''আমার তখন ১৭ বছর বয়স। কিন্তু কোরিওগ্রাফারের ধারণা বদলানোর জন্য আমি বাড়তি কিছু করিনি। নিজেকে বলেছিলাম, একদিন আমার চেষ্টাতেই সকলে বলবেন আমি ভালো নাচ করতে পারি। তার সময় আসবে। কিন্তু এমন কথা শুনেই যে বিচলিত হয়ে পড়েছিলাম, তা নয়''।

তখন ১৭ বছর বয়স নায়িকার। বিচে একটা নাচের গানের শুটিং করছিলেন তিনি। সম্প্রতি একটা সাক্ষাত্কারে ক্যাটরিনা কাইফ সেই পুরোনো দিনের কথা টেনে এনেছেন। তাঁর দাবি, ”কোরিওগ্রাফার সেদিন আমাকে শুনিয়ে বেশ কিছু কথা বলছিলেন। তাঁর বক্তব্য ছিল, ”এই মেয়েটা নাচে একদম জিরো। একটুও নাচতে পারে না। এমন করতে শুরু করেছে যে আমার বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।”’
নায়িকার দাবি, কোরিওগ্রাফার এমনভাবে কথাগুলো বলছিলেন, যাতে ক্যাটরিনার কানে স্পষ্ট করে সেসব কথা যায়। এরপর ক্যাটরিনা বলেন, ”আমার তখন ১৭ বছর বয়স। কিন্তু কোরিওগ্রাফারের ধারণা বদলানোর জন্য আমি বাড়তি কিছু করিনি। নিজেকে বলেছিলাম, একদিন আমার চেষ্টাতেই সকলে বলবেন আমি ভালো নাচ করতে পারি। তার সময় আসবে। কিন্তু এমন কথা শুনেই যে বিচলিত হয়ে পড়েছিলাম, তা নয়”।
এরপর বলিউডে ক্যাটরিনা কাইফ আইটেম সংয়ে ঝড় তুলেছেন। ‘চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’, নায়িকার নাচে মুগ্ধ অনুরাগীরা। তাই নায়িকার আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। এরপর ক্যাটরিনার জীবন বদলে গিয়েছে ভিকি কৌশলকে বিয়ে করে। ভিকি কৌশল ‘ছাবা’-র মতো বিরাট হিট দিয়ে বক্স অফিসে নজর কাড়ছেন।
কিন্তু ক্যাটরিনা কাইফের নতুন ছবি কবে আসবে, তা এখনই ঠিক নেই। বলিউডের বেশ কয়েকটা বড় প্রোজেক্টে যে নায়িকাকে দেখা যাবে, তা নিশ্চিত। তবে আলিয়া ভাট যেমন মা হওয়ার পরও ছবি করছেন, ক্যাটরিনা তত বেশি কাজ করছেন না। অনুষ্কা শর্মা আর ক্যাটরিনা কাইফ, বলিউডের প্রথম সারির নায়িকা হয়েও বিরতিতে আছেন।
