Katrina-Sham: বউমা ক্যাটরিনার সমুদ্রসৈকতের ছবি দেখে শ্বশুরমশাই কী প্রতিক্রিয়া দিলেন?

Katrina-Sham: নিজেদের কাজের থেকে কিছুটা সময় বরে করে সম্প্রতি ক্যাটরিনা-ভিকি ছুটি কাটাতে গিয়েছিলেন। যদিও কোথায়, সেটা তাঁরা গোপন রেখেছিলেন।

Katrina-Sham: বউমা ক্যাটরিনার সমুদ্রসৈকতের ছবি দেখে শ্বশুরমশাই কী প্রতিক্রিয়া দিলেন?
শ্যাম কৌশল-ক্যাটরিনা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2022 | 1:46 PM

গত বছর ডিসেম্বরে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল বিয়ে করেন। কাজের চাপে দু’জনের এক সঙ্গে সময় কাটানো হচ্ছিল না। তাই নিজেদের কাজের থেকে কিছুটা সময় বরে করে সম্প্রতি ক্যাটরিনা-ভিকি ছুটি কাটাতে গিয়েছিলেন। যদিও কোথায়, সেটা তাঁরা গোপন রেখেছিলেন। কিন্তু সেটা যে সমুদ্রসৈকত ছিল, সেটা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে যে কেউ-ই বলে দিতে পারবেন। সেই বেড়ানোর ছবির সিরিজ থেকেই ক্যাটরিনা তাঁর কালো মোনোকিনি লুকের ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে।

কেমন ছিল সেই পোস্ট? কালো সৈকত পোশাকে ক্যাটরিনাকে ছবিতে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা যায়। তাঁর বড় গোলাকার কালো-সাদা টুপি তাঁর সাজকে অন্যমাত্রা দিয়েছে। এই ছবি ভাইরাল হতে সময় নেয়নি স্বভাবতই। চারদিক থেকে অভিনেত্রীর জন্য লাইক এবং মন্তব্য আসছে। এমনকী এই ছবি দেখে ভিকির বাবাও তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। তিনিও তাঁর পুত্রবধূর ছবি পছন্দ করেছেন। দিয়েছেন লাইক।

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

বিয়ের পর থেকেই ক্যাটরিনাকে পারিবারিক নানা অনুষ্ঠানে প্রায় দেখা যায়। ভিকির পরিবারের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গিয়েছেন তিনি। কয়েকদিন আগে তাঁর দেওর সানি কৌশলও ক্যাটরিনা কীভাবে তাঁদের পরিবারের একজন হয়ে উঠেছেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন। এবার ক্যাটের শ্বশুরমশাই তাঁর পুত্রবধূর ছবিতে লাইক দেওয়াই বুঝিয়ে দিচ্ছে, তাঁরা কতটা পছন্দ করেন ক্যাটরিনাকে।

ক্যাটরিনার হাতে সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবি রয়েছে। এই ছবিতে ইমরান হাসমিকেও দেখা যাবে। এছাড়া ইশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে করছেন ‘ফোন ভুত’। এখানেই শেষ নয়, ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে আলিয়ার সঙ্গে স্ক্রিন ভাগ করবেন। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার থাকার কথা ছিল। কিন্তু মেয়ে হওয়া পর তিনি সরে দাঁড়িয়েছেন এই প্রোজেক্ট থেকে। তাঁর জায়গায় এখন কে আসবে, সেই খবর নেই।

অন্যদিকে ভিকিও ব্যস্ত ‘গোবিন্দ নাম মেরা’, ‘তখত’, ‘শ্যাম বাহাদুর’, ‘দ্য ইমর্মটাল অশ্বথামা’ এবং সারা আলি খানের সঙ্গে লক্ষণ উতকর-এর নাম ঠিক না হওযা ছবিতে কাজ করছেন। এই ব্যস্ত শিডিউল থেকেই কিছুটা সময় বের করে ছোট্টো করে ঘুরে আসা দম্পত্তির।

আরও পড়ুন-Durba Sen Bandhopadhyay: ‘কারও বউ বা বান্ধবী না হলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কঠিন’, মত দুর্বার

আরও পড়ুন-Yash-K.G.F: যশ-সঞ্জয় জুটি কোন ঝড় নিয়ে আসতে চলেছেন?

আরও পড়ুন-Srabanti-Om: শ্রাবন্তী আর ওম, কে কাকে ভয় পেতে বারণ করছেন, কেনই বা করছেন?