নতুন ছবিতে ‘পাঁপড়’ বেচবেন কিয়ারা
ছয় গৃহবধূ মিলে নিজেদের সংসার চালানোর জন্য মহিলা সমবায় সংস্থা খোলেন। নাম মহিলা গৃহ উদ্যোগ সংস্থা। আজ ছয় দশক পেরিয়ে সংস্থার কর্মী সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। মুম্বইতে সংস্থা র সদর দফতর।
‘পাঁপড়’ বেচার গল্পে তৈরি হবে ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করবেন কিয়ারা আদবানি। ‘লিজ্জত পাঁপড়’ —ভোগপণ্য সামগ্রীর এক জনপ্রিয় নাম। তবে এ জনপ্রিয় এফএমসিজি সামগ্রীর সঙ্গে জড়িয়ে রয়েছে নারী ক্ষমতায়ণের এক অসাধারণ গল্প। ছয় গৃহবধূ মিলে নিজেদের সংসার চালানোর জন্য মহিলা সমবায় সংস্থা খোলেন। নাম মহিলা গৃহ উদ্যোগ সংস্থা। আজ ছয় দশক পেরিয়ে সংস্থার কর্মী সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। মুম্বইতে সংস্থা র সদর দফতর। দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে সংস্থার ৮১টি শাখা এবং ২৭ বিভাগ। ১৯৫৯ সালে মাত্র আশি টাকা লগ্নি দিয়ে ব্যবসা শুরু। এখন সারপ্লাস ৮০০ কোটি। সংস্থার কর্মীসংখ্যা ৪৩০০০!পাঁপড় তৈরির কাজ শুরু হয় ভোর সাড়ে চারটের সময়। অফিসের মিনি বাসে করে কর্মক্ষেত্রে কর্মচারীরা যাওয়া আসা করেন । প্রত্যেক অফিসে রয়েছেন সঞ্চালিকা, যিনি কাজের তত্ত্বাবধানের দায়িত্ত্বে রয়েছেন। সংস্থার ২১ জন সদস্যে নিয়ে তৈরি হয়েছে কেন্দ্রীয় পরিচালনা কমিটি। তাদের মধ্যে ৬ জন নির্বাচিত অফিসারও রয়েছেন। কমিটিতে রয়েছেন সম্পাদক, সহ সম্পাদক, দু’জন সচিব এবং দু’জন কোষাধ্যক্ষ।
আরও পড়ুন লাইমলাইটে থাকার জন্য কঙ্গনাকে টুইটার বাণে বিদ্ধ করলেন মিকা সিং
নারী ক্ষমতায়ণের উজ্জ্বল এক উদাহরন নিয়ে ছবি করতে চলেছেন আশুতোষ গোয়ারিকার এবং কোম্পানি। ছবির প্রযোজক সুনীতা গোয়ারিকার। পরিচালক গ্লেন ব্যারেট্টো এবং অঙ্কুশ মোহলা। দু’জনেই ছিলেন আশুতোষ গোয়ারিকারের সহকারী পরিচালক।
আপাতত, বরুণ ধাওয়ান অভিনীত ‘যুগ যুগ জিও’র ছবি শুটিং নিয়ে কিয়ারা আদবানি ব্যস্ত । ছবিতে রয়েছেন অনিল কাপুর এবং নিতু কাপুরও।