AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সেক্সটয়ের ব্যবহার জানতেন না কিয়ারা, দীর্ঘ সময় ধরে শিখিয়েছিলেন করণ জোহর

Bollywood Gossip: প্রতিটা চরিত্র নিয়ে যে তিনি কতটা সচেতন, তা একাধিক সাক্ষাৎকারে নিজেই প্রমাণ করেছিলেন কিয়ারা। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি যে কোনও চরিত্রের জন্য যতটা সম্ভব ভাঙতে জানেন। তেমনই একস চ্যালেঞ্জিং চরিত্র ছিল লাস্ট স্টোরিজ়-এ।

সেক্সটয়ের ব্যবহার জানতেন না কিয়ারা, দীর্ঘ সময় ধরে শিখিয়েছিলেন করণ জোহর
| Updated on: Mar 27, 2024 | 3:20 PM
Share

কিয়ারা আডবাণী, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে সকলের নজর কেড়েছেন। ধীরে ধীরে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী। একের পর এক ছবি এখন তাঁর ঝুলিতে। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে প্রথম দেখা গিয়েছিল কিয়ারাকে। আর বলিউডে অন্যতম চর্চিত অভিনেত্রী হয়ে উঠেছিলেন কবীর সিং ছবির মাধ্যমে। দাপটের সঙ্গে সকলের নজর কেড়েছেন অভিনয় গুণে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। ডন থ্রি ছবি এখন তাঁর ঝুলিতে। তবে প্রতিটা চরিত্র নিয়ে যে তিনি কতটা সচেতন, তা একাধিক সাক্ষাৎকারে নিজেই প্রমাণ করেছিলেন কিয়ারা। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি যে কোনও চরিত্রের জন্য যতটা সম্ভব ভাঙতে জানেন।

তেমনই একস চ্যালেঞ্জিং চরিত্র ছিল লাস্ট স্টোরিজ়-এ। যেখানে কিয়ারাকে একটা দৃশ্যে সেক্সটয় ব্যবহার করতে দেখা যায়। ছবির দৃশ্যে দেখানো হয়েছিল, তিনি সেক্সটয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সঙ্গে সঙ্গে রেখেছিলেন। কিছুক্ষণ পর তিনি অনুভব করেন, শরীরে অদ্ভুত অনুভূতি। ঘরে কেউ একজন টিভির রিমোর্ট ভেবে সেক্সটয়ের রিমোর্ট চালাচ্ছিলেন। তাতেই বিপত্তি। সামনে দাঁড়িয়ে থাকা স্বামী ও শাশুড়ির দেখে অবাক। সেই মুহূর্তে যে এক্সপ্রশন দিয়েছিলেন কিয়ারা তা সম্পূর্ণ ছিল তাঁর অজানা। কারণ তিনি সেক্সটয় সম্পর্কে কিছুই জানতেন না।

ছবির পরিচালক করণ জোহর তখন সহায় হয়েছিলেন। কিয়ারাকে দীর্ঘক্ষণ ধরে সবটা বুঝিয়েছিলেন। প্রতিটা টেকে তাঁকে সাহায্য করেছিলেন, যাতে তাঁর মুখের অবয়ব একেবারে পারফেক্ট থাকে। তেমনটাই হয়েছিল। এই সিরিজে কিয়ারা আডবাণীর অভিনয় সকলের নজর কেড়েছিল। প্রশংসিতও হয়েছিল।