AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড়দিনে আসছে ‘মিতিন একটি খুনির সন্ধানে’, কোয়েলের গলায় উত্তেজনা

বড়দিনে এবার বড়পর্দায় তিনটে বাংলা ছবি দেখা যাবে। তিনটে ছবি নিয়েই দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে। কোয়েল মল্লিক অভিনীত ছবি 'মিতিন একটি খুনির সন্ধানে' আসছে। সেই ছবিতে কোয়েলের লুক এবার সামনে এলো। অরিন্দম শীলের পরিচালনায় ছবিতে রয়েছেন শুভ্রজিত্‍ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, শতাফ ফিগার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ীর মতো একাধিক নামী মুখ।

বড়দিনে আসছে 'মিতিন একটি খুনির সন্ধানে', কোয়েলের গলায় উত্তেজনা
| Edited By: | Updated on: Nov 19, 2025 | 12:33 PM
Share

বড়দিনে এবার বড়পর্দায় তিনটে বাংলা ছবি দেখা যাবে। তিনটে ছবি নিয়েই দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে। কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘মিতিন একটি খুনির সন্ধানে’ আসছে। সেই ছবিতে কোয়েলের লুক এবার সামনে এলো। অরিন্দম শীলের পরিচালনায় ছবিতে রয়েছেন শুভ্রজিত্‍ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, শতাফ ফিগার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ীর মতো একাধিক নামী মুখ।

গত বছর এপ্রিল মাসে এই ছবির শুটিং হচ্ছিল। একটা অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাতে মারাত্মক চোট পান কোয়েল। থেমে যায় শুটিং। পরে আবার সুস্থ হয়ে ছবির শুটিংয়ে ফিরেছিলেন নায়িকা। কোয়েলের হাতে একটা দাগ এখনও দেখা যায়, যা জানান দেয় ক্ষত কতটা গভীর ছিল।

সম্প্রতি ‘স্বার্থপর’ ছবিতে দারুণভাবে সফল হয়েছেন নায়িকা। সেই সাফল্যের রেশ মেখে কীভাবে সামনের কাজের পরিকল্পনা করতে চান? TV9 বাংলার স্টুডিয়োতে এসে কোয়েল বলছিলেন, ”আমি মানুষ হিসাবে ভীষণ স্পিরিচুয়াল বলে খুব একটা প্ন্যান করি না। মনে হয়, বিগেস্ট প্ল্যানার তিনি। আমি প্ল্যান করলেও, তিনি সেগুলো বাতিল করে, নিজের মতো করে সাজিয়ে দেবেন। বরং যখন যেটা পাচ্ছি, তখন সেটা উপভোগ করি।”

কোয়েল যোগ করলেন, ”’স্বার্থপর’-এর মতো ছবির পর দায়িত্ব অবশ্যই বেড়ে গিয়েছে। মিতিন একটি খুনির সন্ধানে নিয়ে আমি খুব এক্সাইটেড। যেহেতু ওটা ফ্র্যাঞ্চাইজি, অন্যরকম মজা রয়েছে। এর বাইরে অন্য যেসব গল্প শুনছি, তার মধ্যে কোনটা করব, সেটা ঠিক করার ব্যাপারে তাড়াহুড়ো করাটা ভুল হবে। অনেক সময় একটা কনসেপ্ট ভালো লাগলেও, পরে গল্প ডেভেলপ করতে গিয়ে মনে হয়, এটা সিনেমা হওয়ার কথা নয়। তাই প্ল্য়ান করি না। মনে হয়, নকশাতে যেরকম লেখা আছে, সেরকমই হবে।” মাত্র মাস খানেকের অপেক্ষা। কোয়েলকে মিতিন রূপে বড়পর্দায় ফিরে পাওয়ার জন্য অনুরাগীরা প্রস্তুত, সেটা আঁচ করা যাচ্ছে।