‘দুর্গাপুজোর পাঁচদিনই বাড়িতে থাকব’, সিদ্ধান্ত লিলির

বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী এবার দুর্গাপুজোতে বাড়িতে থাকতে চান। হাঁটুর ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন। পাশাপাশি আরজি কর কাণ্ড নিয়ে মনখারাপ তাঁর। কথা বলেছেন TV9 বাংলার সঙ্গে।

'দুর্গাপুজোর পাঁচদিনই বাড়িতে থাকব', সিদ্ধান্ত লিলির
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 12:33 PM

বৃহস্পতিবার সকালে ডাক্তার দেখিয়ে ফিরেছেন। হাঁটুর ব্যথা খুবই ভোগাচ্ছে বর্ষীয়ান অভিনেত্রীকে। দেড় মাস অসুধ খেতে হবে। তারপর ফিজিয়োথেরাপি করতে হতে পারে। লিলি চক্রবর্তীকে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা যায়। সেই ধারাবাহিক কি শেষ হচ্ছে? লিলি খোলসা করলেন, ‘আমার কাছে এমন কোনও খবর নেই। তবে ধারাবাহিক শুরু হলে একটা সময়ে তো শেষ হবেই। সেটার জন্য মনখারাপ হয় না। মনখারাপ অন্য কারণে। শরীর খারাপ হলে তখন সেটা নিয়ে চিন্তা থাকে। তার উপর শহরে আরজি করের মতো ঘটনায় আনন্দ করার উপায় কোথায়?’

এই ধারাবাহিক শেষ হলে নতুন কোনও ধারাবাহিক করবেন কি? লিলি বললেন, ‘যদি ধারাবাহিকের গল্প আর চরিত্র পছন্দ হয়, তা হলে করতে পারি।’ হাঁটুর ব্য়থা যে তাঁকে শুটিং ফ্লোর থেকে দূরে রাখতে পারবে না, সেটা বোঝা গেল বর্ষীয়ান অভিনেত্রীর গলায় আত্মবিশ্বাস দেখে।

ডাক্তার দেখিয়ে ফেরার সময়ে মণ্ডপ চোখে পড়ছে তাঁর। অভিনেত্রী বললেন, ‘আরজি কর কাণ্ডের মতো ঘটনা আমাদের মনখারাপ করে দিয়েছে। ডাক্তার দেখিয়ে ফেরার সময়ে দেখলাম দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। কিন্তু মনের মধ্যে কোনও আনন্দ নেই। সেটা যদি না থাকে তা হলে মণ্ডপের আকার যতই বড় হোক, লাভ কী! আজকাল তো সত্যিই অনেক বড়-বড় মণ্ডপ তৈরি হয়।’

লিলি বলছিলেন, শ্রীভূমি-র দুর্গাপুজোর কথা। সেই পুজোর থিম কী, তা নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলে টলিউডের অন্দরেও। টলিপাড়ার একাধিক নামী মুখকে দেখা যায়, দুর্গাপুজোর সময়ে সেই মণ্ডপে ঘুরে আসতে। তবে এবার দুর্গাপুজোর সময়ে কিছু তারকা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সঙ্গেই সময় কাটানোর ইচ্ছা তাঁদের। দুর্গাপুজো এলে বোঝা যাবে, তাঁরা ঠিক কী করবেন। লিলি বললেন, ‘এবার দুর্গাপুজোর চারদিন বাড়িতেই থাকব, সেটা ঠিক করে ফেলেছি।’