ভালোবাসার মানুষ খুঁজে পেলেন প্রেরণা? ছবি দিলেন
সম্প্রতি প্রেরণাকে গালে চুমু এঁকে দিলেন তাঁর প্রিয় মানুষ। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট যে বেশ মিষ্টি লেগেছে পল্লবী চট্টোপাধ্যায়ের সেটাও তিনি জানিয়েছেন। পল্লবী সম্পর্কে প্রেরণার পিসি। তারকাদের পুত্র বা কন্যা অভিনয়ের দুনিয়ায় না থাকলেও, তাঁরা কী করছেন, সেদিকে নজর থাকে সিনেমাপ্রেমীদের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা। তিনি প্রসেনজিত্ চট্টোপাধ্যায় আর তাঁর প্রাক্তন স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে। প্রেরণা ছোট থেকেই বিদেশে বড় হয়েছেন। মায়ের সঙ্গে তিনি বিদেশে থাকেন। আইন নিয়ে পড়াশোনা করেছেন। টলিপাড়ায় তিন-চারজনের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। অভিনয়ের দুনিয়ায় পা রাখতে চান, এমনও নয়। তবে প্রেরণাকে দেখে অনেকেই মনে করেন, সুন্দরী হওয়ার কারণে অভিনয়ের দুনিয়ায় পা রাখলে মন্দ হতো না!
সম্প্রতি প্রেরণাকে গালে চুমু এঁকে দিলেন তাঁর প্রিয় মানুষ। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট যে বেশ মিষ্টি লেগেছে পল্লবী চট্টোপাধ্যায়ের সেটাও তিনি জানিয়েছেন। পল্লবী সম্পর্কে প্রেরণার পিসি। তারকাদের পুত্র বা কন্যা অভিনয়ের দুনিয়ায় না থাকলেও, তাঁরা কী করছেন, সেদিকে নজর থাকে সিনেমাপ্রেমীদের। আমির খানের মেয়ে যখন প্রেম করছিলেন, তখন তা নিয়ে সাংবাদমাধ্যমের যথেষ্ট উত্সাহ ছিল। তারপর বিয়ে হয় আমির-কন্যার। সেখানে বাবা-মেয়ের রসায়ন ছিল দেখার মতো। শাহরুখ খানের দুই ছেলে আর মেয়ের যে কোনও পদক্ষেপের দিকেই নজর রাখেন সিনেমাপ্রেমীরা। সুহানা অভিনয়ের দুনিয়ার পা রেখেছেন। কিং খানের সঙ্গে তাঁকে কবে বড়পর্দায় দেখা যাবে, সেদিকে নজর সকলের। আরিয়ান খান পরিচালনা দিয়ে কেরিয়ার শুরু করলেন বলিউডে। বাংলায় প্রসেনজিত্-কন্যা অভিনয়ে আসেননি। তাপস পালের মেয়ে নন্দিনীর অভিনয়ে আগ্রহ ছিল। তবে এখন আর অভিনয় করেন না। কেরিয়ারে ঠিক যেমনভাবে এগোতে চেয়েছিলেন, তেমনটা হয়নি। আবার চিরঞ্জিত চক্রবর্তীর মেয়েও অভিনয় থেকে দূরে থেকেছেন বরাবর।
