৫৪-এ পা শাশ্বতর, স্ত্রী মহুয়া আদুরে পোস্ট করে লিখলেন…

ভালো মানুষ বলেই ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়। টলিউড তো বটেই এই মুহূর্তে বলিউডেও তিনি কাজ করছেন দাপটের সঙ্গে। তিনি হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তবে মুখচোরা বদনাম রয়েছে তাঁর। খুব একটা পার্টিতে দেখা যায় না। এমনকি ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও সামাজিক মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকেন।

৫৪-এ পা শাশ্বতর, স্ত্রী মহুয়া আদুরে পোস্ট করে লিখলেন...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2024 | 3:40 PM

ভালো মানুষ বলেই ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়। টলিউড তো বটেই এই মুহূর্তে বলিউডেও তিনি কাজ করছেন দাপটের সঙ্গে। তিনি হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তবে মুখচোরা বদনাম রয়েছে তাঁর। খুব একটা পার্টিতে দেখা যায় না। এমনকি ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও সামাজিক মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকেন। এ হেন শাশ্বত কিন্তু পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রিতে কোনও গসিপ নেই। সেই মানুষটিরই বৃহস্পতিবার জন্মদিন।

১৯ ডিসেম্বর ৫৪ বছরে পা দিলেন অভিনেতা। বিশেষ দিনে অভিনেতার কী পরিকল্পনা তা জানা না গেলেও জন্মদিনে অভিনেতার স্ত্রীয়ের তরফ থেকে এল একটি আদুরে পোস্ট। নিজেদের একটি ছবি পোস্ট করে শাশ্বতর স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় লিখেছেন, “আজ সেই বিরক্তিকর মানুষটির জন্মদিন যে সারাজীবন আমার পাশে রয়েছেন।”

View this post on Instagram

A post shared by Mohua Chatterjee (@mohua_c)

উল্লেখ্য়, অভিনেতার মেয়ে হিয়াও ধীরে ধীরে স্টুডিয়ো পাড়ায় পা রাখছে। ইতিমধ্যেই তাঁকে একটি গয়নার বিজ্ঞাপনে দেখেছেন সবাই। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছেন তিনি। তবে পড়াশোনার পাশাপাশি খুব সুন্দর নাচও করেন হিয়া। সেই নাচের ভিডিয়ো মাঝেমধ্যেই শেয়ার করতে থাকেন সামাজিক মাধ্যমে। ফিল্মি দুনিয়ার সঙ্গে তাঁর সোজাসুজি যোগাযোগ না থাকলেও ছোট থেকে রয়েছে এক পরোক্ষ টান। শুটিংয়ের মাঝেই বড় হয়েছেন হিয়া। ইদানিং তাঁকে দেখা যাচ্ছে বলি-টলির নানা পার্টিতে। মা-বাবার সঙ্গেই সেখানে হাজির হচ্ছেন হিয়া। তবে কি শীঘ্রই টলিপাড়ায় ডেবিউ হবে তাঁর? তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।