ছেলের জন্মদিনের ভিডিওতে প্রাক্তন স্বামীকে বাদ দিলেন না মালাইকা

ভিডিওয় আরহান খানকে দেখা যাচ্ছে কখনও মায়ের কোলে রয়েছে, আবার কখনও মা-বাবার মাঝে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন।

ছেলের জন্মদিনের ভিডিওতে প্রাক্তন স্বামীকে বাদ দিলেন না মালাইকা
মালাইকা-আরহান
Follow Us:
| Updated on: Nov 09, 2020 | 4:26 PM

Tv9 বাংলা ডিজিটাল: তিন বছর হল বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে। ছেলে পা দিলেন আঠারোতে। স্বামী আরবাজের (Arbaaz khan) সঙ্গে বিচ্ছেদ হলেও ছেলের জন্মদিনে দারুণভাবে বার্থ ডে উইশ করলেন মা মালাইকা আরোরা (Malaika Arora)। ছেলে আরহানের (Arhaan khan) ছোটবেলার সব মুহূর্ত জড়ো করে বানিয়ে ফেললেন বার্থডে ভিডিও।

birthday wish

জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন সেলিব্রিটিরাও

সে ভিডিওতে রয়েছেন প্রাক্তন স্বামী আরবাজ খানও । ভিডিও শেয়ার করে ক্যাপশানে মালাইকা লিখলেন, ‘আমাদের বাচ্চা আঠারোয় পা দিল’।

View this post on Instagram

Our baby boy turns 18♥️

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

ভিডিওয় আরহান খানকে দেখা যাচ্ছে কখনও মায়ের কোলে রয়েছে, আবার কখনও মা-বাবার মাঝে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। মালাইকার পোস্টে কমেন্ট করেছেন করিশমা কাপুর, সোফি চৌধুরি, বিপাশা বসু, দিয়া মির্জা, গীতা কাপুর, গুরু রান্ধাওয়া। শুধু ভিডিও নয়, একটি ছবিও পোস্ট করেন ছেলের সঙ্গে, ক্যাপশানে লেখেন ‘অল মাইন’।

View this post on Instagram

All mine ♥️♥️♥️

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

মালাইকার বোন অমৃতাও জন্মদিনে শুভেচ্ছাবার্তা লিখে পোস্ট করেছেন আরহানের ছোটবেলার ছবি। মালাইকার ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’ করিনা কাপুরও নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেন আরহানের ছবি। ক্যাপশানে লেখেন, ‘হ্যাপি এইট্টিন্থ আরহান’। আর আরহানের পাশে কে বিরাজমান জানেন? তৈমুর আলি খান পতৌদি!