Bear Grylls: ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর একটি পর্ব থেকেই এত টাকা? বিয়ার গ্রিলসের সম্পত্তি জানলে চমকে উঠবেন
Man Vs Wild: জানেন কি তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। আর এই সকল শিক্ষাকে নিতি পুঁজি করেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শোয়ে উজার করে দেন। তাঁর সাহস, তাঁর উপস্থিত বুদ্ধি বারবার দর্শকদের মন জয় করেছে।
বিয়ার গ্রিলস। কখনও দিচ্ছেন আকাশ থেকে ঝাঁপ, কখনও আবার খাচ্ছেন পোকা, তাড়া করছে পশু-সাপ। সবটা পেড়িয়েই তিনি ফিরে আসেন বারবার। জলে-জঙ্গলে সব জায়গাতেই তিনি জানেন বেঁচে ফেরার রসদ। মানুষকে দিয়ে থাকেন নানা টিপস। প্রাণ বাঁচিয়ে ফেরার রাস্তা দেখিয়ে আজ তিনি স্টার। জানেন এই ম্যান ভার্সেস ওয়াইল্ড স্টার এক একটি এপিসোড পিছু মোট কত টাকা নিয়ে থাকেন? জানলে চমকে উঠবেন। ব্রিটিশ এই সঞ্চালক গোটা বিশ্বে জনপ্রিয়। কারণ একটাই, তাঁর হট টপিক শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’। অভিনয়ের পাশাপাশি তিনি লেখক ও টেলিভিশন সঞ্চালকও বটে। বিশ্বজুড়ে তিনি চর্চিত হয়েছেন, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছিয়েছেন শুধু মাত্র এই শোকে কেন্দ্র করেই। যা কেবল তাঁকে ভালবাসা দিয়েছে এমন নয়, বাড়িয়েছে ব্যাঙ্ক ব্যালান্সও।
তাঁর পরিবারের কেউ টিভির সঙ্গে যুক্ত ছিলেন না। বিয়ার ছোট থেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করতেন। বাবার কাছ থেকে শৈশবেই শিখেছিলেন পাহাড়ে ওঠা, নৌকা চালানো। পরবর্তীতে শিখেছিলেন স্কাই ড্রাইভিং ও কুস্তি। লেখাপড়া শেষ করে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। সেই সময়ই সিকিমে ছিলেন কিছুদিন। হাইকিং-এ হাত পাকান সেই সময়ই। জানেন কি তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। আর এই সকল শিক্ষাকে নিতি পুঁজি করেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শোয়ে উজার করে দেন। তাঁর সাহস, তাঁর উপস্থিত বুদ্ধি বারবার দর্শকদের মন জয় করেছে।
যুক্তরাষ্ট্রের চ্যানেল ফোর-এ বর্ন সারভাইভর: বিয়ার গ্রিলস নামে একটি শো সম্প্রচারিত হয়। জানেন কি, সেটাই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ভারত এবং যুক্তরাষ্ট্রে ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে সম্প্রচারিত হয়। এই শোই যেন ভাগ্য ফিরিয়ে দেয় বিয়ারের। Distractify-এর রিপোর্ট অনুযায়ী তিনি একটি এপিসোড পিছু আয় করে থাকেন ৬০,৪৪,৪৭৫.৬০ টাকা। প্রায় সাড়ে ৬০ লক্ষ টাকা। তাঁর বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি টাকা।