AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আজই বাড়ি ফেরার কথা ছিল মনোজ মিত্রের, কেন শেষ বেলায় সিদ্ধান্ত বদল?

Manoj Mitra Health Update: আর যে চিন্তার তেমন নেই আশ্বত করা হয়েছিল পরিবারের তরফে। অভিনেতার পরিবার সূত্রে খবর প্রতি দিন ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাই আজ অর্থাৎ ২৭ সেপ্টেম্বর শুক্রবার তাঁকে ছুটি দেওয়া কথাও ছিল। পরিবার সূত্র অন্তত তেমনই খবর সামনে আসে। তবে বেলা হতেই মিলল অন্য খবর। 

আজই বাড়ি ফেরার কথা ছিল মনোজ মিত্রের, কেন শেষ বেলায় সিদ্ধান্ত বদল?
| Updated on: Sep 27, 2024 | 3:03 PM
Share

গত কয়েকদিন ধরেই বর্ষীয়ান নাট্যকার তথা অভিনেতা মনোজ মিত্রকে নিয়ে চিন্তার ভাঁজ সকলের কপালে। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কেমন আছেন তিনি? তাঁর স্বাস্থ্যের খবরে নিত্য চোখ রেছে চলেছেন প্রতিটা মানুষ। তবে স্বস্তি ফিরেছে অনেকটাই। জানা গিয়েছিল, সঙ্কট কাটিয়ে অনেকটাই সুস্থ বর্ষীয়ান নাট্যকার তথা অভিনেতা মনোজ মিত্র। তাঁর শারীরক অবস্থা নিয়ে খুবই চিন্তায় ছিলেন সবাই। তবে আর তেমন চিন্তা নেই, আশ্বত করা হয়েছিল পরিবারের তরফে। অভিনেতার পরিবার সূত্রে খবর মিলেছিল প্রতি দিন ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাই আজ অর্থাৎ ২৭ সেপ্টেম্বর শুক্রবার তাঁকে বাড়িতে আনার কথা ভাবছিল পরিবার। তবে বেলা হতেই মিলল অন্য খবর।

TV9 বাংলার পক্ষ থেকে অভিনেতার দীর্ঘ দিনের বন্ধু দুলাল লাহিড়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘পরিবার ভাবছিল যদি বাড়িতে আনা যায়। তবে ওঁর শরীরের অবস্থা দেখে ডাক্তার স্থির করেছেন, এখনই ছুটি নয়। আর কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে। তাই আজ বাড়ি ফিরছেন না মনোজ মিত্র।’

ঠিক কী হয়েছে মনোজ মিত্রের? 

সোমবার ক্যালকাটা হার্ট ক্লিনিক ও হসপিটালের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়, তাতে লেখা হয়েছিল, “ওঁর অবস্থা খুবই সঙ্কটজনক। উনি বেশ কিছু দিন ধরেই হার্টের অসুখে ভুগছেন। তার সঙ্গে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনির সমস্যা, ডিমেনশিয়া রয়েছে। বাইপাস সার্জারি, পেসমেকার ইত্যাদি অনেক আগেই হয়েছে। বর্তমানে কার্ডিওজনিক শকে আছেন। নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া হয়েছে।” তবে পরিবার সূত্রে দাবি অবস্থার আগের থেকে উন্নতি হয়েছে।