ন্য়ুড ছবির পর এবার কাজল-নাকছাবিতে মিলিন্দ সোমন

গোয়া পুলিশ আটক করেন তাঁকে। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে তা নিয়ে মিলিন্দ সোমনের কোনও পরোয়া নেই।

ন্য়ুড ছবির পর এবার কাজল-নাকছাবিতে মিলিন্দ সোমন
'লক্ষ্মী' লুকে মিলিন্দ
Follow Us:
| Updated on: Nov 23, 2020 | 1:32 PM

Tv9 বাংলা ডিডিটাল: গোয়া সমুদ্রসৈকতে ভারতীয় সুপারমডেলের ‘নগ্ন’ দৌড়। ছবি তুললেন তাঁর স্ত্রী (Ankita Konwar)। সোশ্যাল মিডিয়ায় হুলস্থুল কান্ড। ট্রোলিং করা থেকে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ও তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধে। গোয়া পুলিশ আটক করেন তাঁকে। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে তা নিয়ে মিলিন্দ সোমনের (Milind Soman) কোনও পরোয়া নেই। তিনি নিজে কিছু না বললেও তাঁর পক্ষে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী পূজা বেদী। টুইটে লিখলেন, ‘…যদি নগ্নতা অপরাধ হয় তাহলে সব নাগা সন্ন্যাসীকে গ্রেপ্তার করা উচিত…’। এসবের মধ্যেই তিনি আবার মিলিন্দ আবার ভাইরাল।

আবার ইনস্টাগ্রামেই মিলিন্দ পোস্ট করেছেন আরেক ছবি। মুখের একপাশে লাল আবির, নাকে নথ, চোখে কাজল।
ক্যাপশন “ট্রাভেল টুইসডে! জানি এখন হোলি নয়, কিন্তু কয়েক দিন ধরে মুম্বাইয়ের খুব কাছে কারাটে সময় কাটিয়ে বেশ আনন্দ হয়েছে। ক্রমশ প্রকাশ্য। এবার চেন্নাইয়ে চললাম।” কমেন্ট স্ত্রী অঙ্কিতা কোনওয়ার লেখেন, ‘কামাল’।
‘ক্রমশ প্রকাশ্য’এই দু’শব্দ নিয়ে আবার ছড়িয়েছে উত্তেজনা। আবার কি কোনও নতুন ‘বোম’ ফাটাতে চলেছেন মিলিন্দ?

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার (Akshay kumar) অভিনীত ছবি ‘লক্ষ্মী’। ইনস্টাতে মিলিন্দের পোস্ট করা ছবির সঙ্গে অক্ষয়ের ‘লক্ষ্মী’ লুকের মিল রয়েছে। নেটিজেনদের প্রশ্নও রয়েছে মিলিন্দের ছবির ঘিরে। একজন লিখছেন‘আপনি কি লক্ষ্মীতে অভিনয় করছেন?’ তবে প্রশ্নের কোনও উত্তরই মিলিন্দ দেননি।

 

View this post on Instagram

 

Happy birthday to me ! . . . #55 ? @ankita_earthy

A post shared by Milind Usha Soman (@milindrunning) on

এ প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও ‘ক্রমশ প্রকাশ্য’-তে কী আসতে চলেছে তা নিয়ে কিন্তু উৎকণ্ঠা বাড়ছে নেটিজেনদের।