‘পুরুষদের বানানোই ভগবানের ভুল’, বললেন মিশমি
মিশমি যোগ করেছেন, ''সংবেদনশীল কাউকে ৬০ বছরে পেতে পারি। বা ৭০ বছর বয়সে পেতে পারি। সেই আশা আছে। কিন্তু এখন আমি কাউকে খুঁজছি না। কাউকে জীবনে ঢুকতে দিতে চাই না। আমি হাল ছেড়ে দিয়েছি। সন্ন্যাসিনী হয়ে যাব বলে মনে হয়।''

একটা সময়ে প্রেমে ভরসা ছিল অভিনেত্রী মিশমি দাসের। অভিনয় ছেড়ে প্রেম করার জন্য শহরের বাইরে গিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে তিনি সিঙ্গল। সম্প্রতি এক সাক্ষাত্কারে মিশমি বললেন, ”ভগবান নারী আর পুরুষ বানিয়েছেন। এটা ভগবানের ভুল। পুরুষরা অসংদেবনশীল। ওঁদের বোঝার ক্ষমতা কম। এত বছরে সিঙ্গল থেকে আমি অনুভব করেছি, ওঁদের বোঝার ক্ষমতা যখন কম, তখন ওঁদেরকে আমার চাই না।”
মিশমি যোগ করেছেন, ”সংবেদনশীল কাউকে ৬০ বছরে পেতে পারি। বা ৭০ বছর বয়সে পেতে পারি। সেই আশা আছে। কিন্তু এখন আমি কাউকে খুঁজছি না। কাউকে জীবনে ঢুকতে দিতে চাই না। আমি হাল ছেড়ে দিয়েছি। সন্ন্যাসিনী হয়ে যাব বলে মনে হয়।”
লক্ষণীয় টলিপাড়ার অনেক অভিনেত্রীই এখন সিঙ্গল থাকতে চাইছেন। হয়তো এক সময়ে প্রেম করেছেন। কিন্তু সেখানে এতটাই তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে তার প্রভাব কাজের জীবনেও পড়েছে। তারচেয়ে মন দিয়ে কাজ করার দিকে ঝুঁকছেন কিছু অভিনেত্রী। অবশ্য নিজে বিয়ের কথা না ভাবলেও, মিশমি তাঁর বন্ধুদের বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি। সম্প্রতি তিনি পৌঁছে গিয়েছিলেন অভিষেক বসু আর শার্লি মোদকের বিয়ের নেমন্তন্ন খেতে।
এই মুহূর্তে মিশমির ‘ফুলকি’ ধারাবাহিকটা চর্চায়। সম্প্রতি ৭০০ পর্ব হয়েছে এই ধারাবাহিকের। দিব্যাণী মণ্ডল আর অভিষেক বসু ধারাবাহিকের নায়িকা আর নায়ক। তাঁদের রসায়নে এই ধারাবাহিক ইদানীং প্রথম পাঁচে জায়গা করে নিচ্ছে। মিশমির চরিত্রটি গুরুত্বপূর্ণ। দর্শকের বিশেষ পছন্দের। নতুন ধারাবাহিকগুলো যখন ২০০ এপিসোড সম্পূর্ণ করার আগেই শেষ হচ্ছে, তখন ‘ফুলকি’-র জনপ্রিয়তা নজরকাড়া।





