AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাশ্মীরে জঙ্গি হামলার পরই কেন নেটিজেনদের নিশানায় অমিতাভ?

নিয়মিত নিজের ব্লগ ও এক্স (টুইটার)-এর মাধ্যমে ছবি, ব্যক্তিগত অনুভূতি কিংবা সাম্প্রতিক ঘটনা নিয়ে মতামত প্রকাশ করে থাকেন অমিতাভ। কিন্তু বুধবার রাত ১২টা ৪১ মিনিটে তাঁর এক রহস্যজনক পোস্ট অনুরাগীদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে।

কাশ্মীরে জঙ্গি হামলার পরই কেন নেটিজেনদের নিশানায় অমিতাভ?
| Edited By: | Updated on: Apr 23, 2025 | 2:12 PM
Share

অমিতাভ বচ্চন, কাশ্মীরের সঙ্গে তাঁর বহুদিনের যোগাযোগ। শুটিং সুবাদে বহুবার গিয়েছেন তিনি ভূস্বর্গে। ৮০ পেড়িয়েও তিনি দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। সোশ্যাল মিডিয়াতেও নিত্য নিত্য সক্রিয়। তবে এবার কেন এই বিষয় চুপ থাকলেন বলিউড শাহেনশাহ? উঠছে প্রশ্ন। নিয়মিত নিজের ব্লগ ও এক্স (টুইটার)-এর মাধ্যমে ছবি, ব্যক্তিগত অনুভূতি কিংবা সাম্প্রতিক ঘটনা নিয়ে মতামত প্রকাশ করে থাকেন অমিতাভ। কিন্তু বুধবার রাত ১২টা ৪১ মিনিটে তাঁর এক রহস্যজনক পোস্ট অনুরাগীদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে।

বিগ বি-র পোস্ট ছিল শুধুই সংখ্যা। “T 5356 -” এর সঙ্গে আর কোনও শব্দ, ছবি বা ব্যাখ্যা ছিল না। এই অস্পষ্ট টুইট দেখে বহু নেটিজেন প্রশ্ন করতে শুরু করেন— “এর মানে কী?”, “কোন প্রসঙ্গে এই পোস্ট?” অনেকেই রসিকতা করে লেখেন, এটা বুঝতে অমিতাভ বচ্চনের ব্লগে ঢুঁ মারতে হবে।

তবে রহস্যময় এই পোস্টের সময় ও প্রেক্ষাপট নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে, কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক সন্ত্রাস হামলার প্রসঙ্গ তুলে অভিনেতার নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। কেউ লেখেন, “কাশ্মীরে এত বড় ঘটনা ঘটল, আর আপনি একটা শব্দও বললেন না?” আরেকজন লেখেন— “আপনি তো ইন্ডাস্ট্রির সবচেয়ে সিনিয়র সদস্য, অথচ পহেলগাঁও হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া নেই? এটা আশ্চর্যজনক।”

কেউ কেউ অবশ্য বিগ বি-র পোস্টকে তাঁর মনের দুঃখ বা নীরব প্রতিবাদ বলেও ব্যাখ্যা করেছেন। অনেকে আবার লেখেন, “অমিতাভ হয়তো কিছু বলছেন না, কিন্তু তাঁর নীরবতা অনেক কথা বলে।” অন্যদিকে কেউ কেউ তাঁকে কিছু বলতে অনুরোধ করেছেন, লিখেছেন— “এই সময় স্পষ্ট প্রতিক্রিয়া দরকার ছিল, নীরবতা নয়।”