শন এ বার ‘ঋষিরাজ’, ‘মন ফাগুন’-এ অভিনেতার সঙ্গে নতুন মুখ সৃজলা
কে এই সৃজলা? সৃজলা আদপে মডেল। সম্পর্কে তিনি আবার সৃজলা আবার 'অপরাজিতা অপু' ধারাবাহিকের রোহন ভট্টাচার্যর রিয়েল লাইফ পার্টনারও বটে।
ফিরছেন শন। তবে এ বার আর উজান হয়ে নয়। সঙ্গে নেই হিয়াও। শনের সঙ্গী এ বার ইন্ডাস্ট্রির নতুন মুখ সৃজলা গুহ। ধারাবাহিকের নাম ‘মন ফাগুন’।
কিন্তু কে এই সৃজলা? সৃজলা আদপে মডেল। সম্পর্কে সৃজলা আবার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের রোহন ভট্টাচার্যর রিয়েল লাইফ পার্টনারও বটে। তাঁর ফলোয়ার লিস্টে এরই মধ্যে রয়েছেন নীল ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়ের মতো নামও।
View this post on Instagram
এই ধারাবাহিকে শনের লুক একেবারে আলাদা। গাল ভর্তি দাড়ি। ফাঙ্কি জামা। তাঁকে পাল্লা দিচ্ছেন সৃজলাও। শনিবার প্রথম প্রকাশ পেতে চলেছে প্রোমো। তার আগেই TV9 বাংলা জানাচ্ছে, ধারাবাহিকে প্রোমোর অনেকটা শুট হয়েছে উত্তরবঙ্গে। শোনা যাচ্ছে, পাহাড় নাকি এক বিশেষ ভূমিকা নিয়েছে গোটা ধারাবাহিকে। ‘মন ফাগুন’-এ শনের নাম ঋষিরাজ এবং সৃজলার নাম পিহু। লাভ স্টোরি? খবর, গড়পড়তা লাভস্টোরি একেবারেই নয়। ধাবারাহিকের প্রযোজনায় রয়েছেন অ্যাক্রোপলিস প্রযোজনা সংস্থা। সম্প্রচারিত হবে স্টার জলসায়।
View this post on Instagram