টেকনিশিয়ানদের বেতন বাড়েনি দীর্ঘ সময়, নতুন ধারাবাহিকের শুটিংয়ে বাধা
এই ব্যাপারে চ্যানেল বা টেকনিশিয়ানদের ফেডারেশনের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ২৪মে। এদিন নতুন একটা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার সঙ্গে ফেডারেশনের মিটিং আছে, খবর সেরকম। আসলে দীর্ঘ সময় বেতন বৃদ্ধি হয়নি টেকনিশিয়ানদের। তবে টলিপাড়ায় কাজে যাতে ক্ষতি না হয়, তাই টেকনিশিয়ানরা শুটিং বন্ধ করেননি। প্রযোজককে বিষয়টা সম্পর্কে খতিয়ে দেখার জন্য চিঠি পাঠানো হয়েছে। তাই যেসব ধারাবাহিক এখন দেখা যাচ্ছে, সেগুলোর শুটিং বন্ধ হয়নি।

টলিপাড়ায় দু’টো নতুন ধারাবাহিকের শুটিংয়ে বাধা এসেছে। ‘দাদামণি’-র সেট নির্মাণের কাজে বাধা এসেছে, এমন শোনা গেল। ‘কুসুম’ ধারাবাহিকের কাজ বাধাপ্রাপ্ত হতে পারে। এর বাইরে নতুন যেসব ধারাবাহিক আসছে, যেমন ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’, তা শুরু করার আগে টেকনিশিয়ানদের পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে প্রযোজনা সংস্থাগুলোকে, চর্চা তেমন। তাদের মাধ্যমে চ্যানেলও বিষয়টা সম্পর্কে অবগত।
এই ব্যাপারে চ্যানেল বা টেকনিশিয়ানদের ফেডারেশনের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ২৪মে। এদিন নতুন একটা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার সঙ্গে ফেডারেশনের মিটিং আছে, খবর সেরকম। আসলে দীর্ঘ সময় বেতন বৃদ্ধি হয়নি টেকনিশিয়ানদের। তবে টলিপাড়ায় কাজে যাতে ক্ষতি না হয়, তাই টেকনিশিয়ানরা শুটিং বন্ধ করেননি। প্রযোজককে বিষয়টা সম্পর্কে খতিয়ে দেখার জন্য চিঠি পাঠানো হয়েছে। তাই যেসব ধারাবাহিক এখন দেখা যাচ্ছে, সেগুলোর শুটিং বন্ধ হয়নি।
তবে নতুন যেসব ধারাবাহিকের শুটিং শুরু হবে, সেগুলোর ক্ষেত্রে কাজ বন্ধ রাখা হয়েছে। যদিও একজন টেকনিশিয়ানের বক্তব্য, ”সেট নির্মাণের কাজের ব্যাপারে ফেডারেশন অবগত ছিল না। জটিলতা সে কারণেও।” চ্যানেল, প্রযোজক, টেকনিশিয়ানদের ফেডারেশন সব পক্ষ মিলে আলোচনা করে নেওয়ার পর নির্দিষ্ট শতাংশ বেতন বৃদ্ধির আশ্বাস পেলে, তবেই এসব ধারাবাহিকের শুটিং হবে ঠিকভাবে। এখন টলিপাড়ায় বাংলা ধারাবাহিকের প্রযোজকরা কত দ্রুত এই সমস্যার সমাধান করতে পারেন, সেটা দেখার অপেক্ষা।
তবে সব পক্ষের মতের মিল না হলে, তখন বাংলা ধারাবাহিকের শুটিংয়ে জটিলতা তৈরি হতে পারে। অতীতে এমন জটিলতা যে তৈরি হয়নি তা নয়। তখন ধারাবাহিকের সম্প্রচারেও বাধা এসেছিল। তবে এবার জটিলতা গভীর নয় বলে শোনা গেল। সামনের সাত দিনে টলিপাড়ায় কী হয়, সেদিকে নজর থাকবে।





