‘ফিরকি’র পরিবর্তে নতুন ধারাবাহিক, মুখ্য ভূমিকায় বিশ্বজিৎ, নায়িকা কে জানেন ?
জি বাংলার পর্দায় আসছে নতুন গল্প। উঠে আসবে গ্রামবাংলার ছবি। এই নতুন ধারাবাহিকে দর্শকরা পেতে চলেছে নতুন জুটি

‘ফিরকি‘ শেষ। আসছে নতুন ধারাবাহিক৷ মুখ্য ভূমিকায় বিশ্বজিৎ ঘোষ, টুম্পা পাল। সূত্রের খবর এমনটাই।
তৃতীয় লিঙ্গের মানুষদের নাকি নিচ্ছেন না দর্শক। এইরকম অভিযোগ উঠে আসছিল। তাই তড়িঘড়ি শুটিং শেষ করে দিতে হয় ফিরকির। তাহলে কি চ্যানেল ফিরকির পরিবর্তে নতুন কোনও সিরিয়াল আনতে চলেছে? এই প্রশ্নই উঠে আসছে বারবার। সূত্রের খবর অনুযায়ী, নতুন ধারাবাহিক নিয়ে আসার চিন্তা ভাবনা শুরু করেছে জি বাংলা। আবার অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে চ্যানেল। এই নতুন ধারাবাহিকেও থাকছে সোশ্যাল মেসেজ। উঠে আসবে গ্রামবাংলার গল্প। সিরিয়ালের বেশ কিছুটা অংশের শুটিং হবে বোলপুরে। তবে এই নতুন ধারাবাহিকে গল্পের পাশাপাশি দর্শকরা পেতে চলেছে নতুন জুটি। টুম্পা আর বিশ্বজিৎ। এঁদের দু’জনকেই এতদিন আলাদা আলাদাভাবে দেখেছেন দর্শক।
View this post on Instagram
আরও পড়ুন: অভিমন্যুর পরিচালনায় প্রথমবার বড়পর্দায় মানালি, আসছে ‘লকডাউন’
এর আগে বিশ্বজিৎ কে দর্শকরা দেখেছেন ‘কে আপন কে পর’ ধারাবাহিকে ‘পরম’ চরিত্রে। পরম আর জবার রোম্যান্টিক কেমিস্ট্রিতে মজে ছিলেন বাংলা সিরিয়াল প্রেমীরা। আর ‘কপালকুন্ডলা‘ ধারাবাহিকে ‘পদ্মাবতী‘ চরিত্রে দর্শকরা দেখেছেন টুম্পাকে। তবে জি বাংলার পর্দায় এই নতুন জুটিকে দর্শকরা ঠিক কত নম্বর দেন এখন সেটাই দেখার অপেক্ষা।
