ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল!আইনি নোটিস পেলেন দিলজিত্?
বিদেশে শ্রোতাদের মন জয় করে সদ্য দেশে ফিরেছেন গায়ক দিলজিত্ দোসাঞ্ঝ। দেশে শুরু হয়েছে তাঁর মিউজিক্যাল শো। তাঁর 'দিল-লুমিনাটি' শো-কে কেন্দ্র করে উন্মাদনাও কম ছিল না। পঞ্জাবি পপ স্টারের গান শুনবেন বলে এদিন দিল্লির কনসার্টে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার শ্রোতা। আচমকাই ছন্দপতন।
বিদেশে শ্রোতাদের মন জয় করে সদ্য দেশে ফিরেছেন গায়ক দিলজিত্ দোসাঞ্ঝ। দেশে শুরু হয়েছে তাঁর মিউজিক্যাল শো। তাঁর ‘দিল-লুমিনাটি’ শো-কে কেন্দ্র করে উন্মাদনাও কম ছিল না। পঞ্জাবি পপ স্টারের গান শুনবেন বলে এদিন দিল্লির কনসার্টে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার শ্রোতা। আচমকাই ছন্দপতন। হায়দরাবাদের কনসার্টের আগেই বিপত্তি। তেলেঙ্গানা সরকারের তরফে আইনি নোটিস পাঠানো হল দিলজিত্-কে। কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে গায়ককে। তিনি যেন খবরদার মদ-মাংসের প্রচার না করেন।
প্রথমে চণ্ডীগড়ের এক অধ্যাপক দিলজিতের কনসার্ট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, “পাঞ্জাবি পপস্টারের লাইভ শোয়ের গান নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে পারে।” শুধু তাই নয় এই অভিযোগ পত্রে সঙ্গে একটি ভিডিয়োও জুড়ে দেন তিনি। সেই ভিডিয়োয় নাকি দেখা গিয়েছে গায়ক মাদক এবং হিংসার প্রচার করছেন। অক্টোবর মাসের ভিডিয়ো তা। তাঁর বিরুদ্ধে জারি হওয়া আইনি নোটিসে উল্লেখ করা হয়েছে, “শো চলাকালীন দিলজিৎ যেন কোনওভাবেই শিশু বা ১৩ বছরের নিচে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি নিয়ে না আসেন। কারণ সেখানে ১২০ ডেসিবলের বেশি শব্দ এবং লেজার লাইটের রংচঙে আলো দুটোই ওই বয়সের যে কোনও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খারাপ।”
উল্লেখ্য়, তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় তারকা হলেন দিলজিত্। দেশ হোক কিংবা বিদেশ তিনি যেখানেই কনসার্ট করুন না কেন উপচে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও সেই একই দৃশ্য ধরা পড়েছিল। কনসার্ট শেষের পর মাঠ জুড়ে দেখা যায় শুধুই ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল! তা নিয়েও রীতিমতো সমালোচনা হয়। এবার হায়দরাবাদে শোয়ের আগে তাই তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিস পাঠানো হয় পঞ্জাবি পপস্টারকে।