AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডে সারা হিটের মুখ দেখতে পেলেন না, খোঁচা প্রাক্তন-বন্ধু ওরির

অভিনেত্রী সারা আলি খান এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ওরির মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছিল, তা এখন তিক্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় একটি রিলে সারাকে খোঁচা দিয়ে মন্তব্য করার পর ওরি বিতর্কে জড়িয়ে পড়েন, যার ফলে অনলাইনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এই মন্তব্যটি আসে সারার ইনস্টাগ্রামে তাঁকে আনফলো করার পরপরই, এবং অনেক ব্যবহারকারী ওরির আচরণকে 'পুওর' বলে আখ্যা দেন।

বলিউডে সারা হিটের মুখ দেখতে পেলেন না, খোঁচা প্রাক্তন-বন্ধু ওরির
| Edited By: | Updated on: Jan 27, 2026 | 10:21 AM
Share

অভিনেত্রী সারা আলি খান এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ওরির মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছিল, তা এখন তিক্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় একটি রিলে সারাকে খোঁচা দিয়ে মন্তব্য করার পর ওরি বিতর্কে জড়িয়ে পড়েন, যার ফলে অনলাইনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এই মন্তব্যটি আসে সারার ইনস্টাগ্রামে তাঁকে আনফলো করার পরপরই, এবং অনেক ব্যবহারকারী ওরির আচরণকে ‘পুওর’ বলে আখ্যা দেন।

সোমবার, ওরি একটি রিল শেয়ার করেন, যা আরেক কনটেন্ট ক্রিয়েটর অমূল্যা রতনের একটি ভিডিওর অনুকরণে তৈরি। সেই ভিডিওতে অমূল্যা একজন পুরুষের নাগরিক বোধের অভাব নিয়ে কথা বলেন, যিনি তাঁর ভিডিও রেকর্ড করার সময় পিছন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তবে ভিডিওটির চেয়েও বেশি আলোচনায় আসে কমেন্ট সেকশনে ওরির ব্যঙ্গাত্মক জবাব, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ভিডিওতে ওরিকে একটি নীল রঙের টপ পরতে দেখা যায়, যার ওপর ব্রার ডটেড আউটলাইন প্রিন্ট করা ছিল। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেন, “সিরিয়াস প্রশ্ন: এই ব্রাটা আসলে কী ধরে রেখেছে?” এর উত্তরে ওরি লেখেন, “সারা আলি খানের হিট সিনেমাগুলো,” যা অনেকের মতে অভিনেত্রীর কেরিয়ারকে অপ্রয়োজনীয়ভাবে খোঁচা দেওয়া।

এই মন্তব্যটি অনেকেরই ভালো লাগেনি, এবং দ্রুতই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই সেই সব সেলিব্রিটিদের নিয়েও প্রশ্ন তোলেন, যাঁরা এখনও ওরির সঙ্গে মেলামেশা করেন। যদিও সারা এবং ওরি বহু বছর ধরে বন্ধু ছিলেন, তবে এর আগেই তাঁদের মধ্যে মনোমালিন্যের জল্পনা শুরু হয়। ওরি একবার “৩টি সবচেয়ে খারাপ নাম” শিরোনামে একটি রিল পোস্ট করেন, যেখানে তিনি শুধু নাম উল্লেখ করেন—সারা, অমৃতা এবং পালক, কোনও পদবি ছাড়াই। এর কিছুদিন পরই সারা আলি খান এবং তাঁর ভাই ইব্রাহিম আলি খান দু’জনেই ইনস্টাগ্রামে ওরিকে আনফলো করেন। তবে এই ঘটনা সামনে আসার পর, সারার কেরিয়ার যে এই মুহূর্তে ফ্লপ, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।