চাকরির বাজারে ‘সিট’ কম, তবু ইন্টারভিউ তো দিতে পারেন, নাকি?

Bengali Web Series: নতুন ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘উরি বাবা’। আর সেখানেই এই নতুন ধরনের ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছেন পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। যাঁরা ইন্টারভিউ দিতে আসছেন, তাঁদের দেখার মতো।

চাকরির বাজারে ‘সিট’ কম, তবু ইন্টারভিউ তো দিতে পারেন, নাকি?
কারা অভিনয় করছেন?

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 08, 2021 | 8:45 PM

চাকরির বাজার ভারী খারাপ। এ তো আপনি জানেনই। যে পেশারই হোক না কেন, চাকরি পাওয়া আজকাল বড় মুশকিল। করোনা পরবর্তী পৃথিবীতে বেকারত্বের গ্রাফ আরও ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে ইন্টারভিউয়ে ডাক পাওয়া মানেই তো অনেক! অন্তত পরীক্ষাটা তো দেওয়া যাবে। তার সুযোগই বা কতজন পান বলুন? কিন্তু আপনার জন্য, হ্যাঁ, শুধুমাত্র আপনার জন্যই যদি একটি ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেওয়া হয়, তা হলে খুশি হবেন নিশ্চয়ই!

কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এমন ব্যবস্থা করার চেষ্টাই করেছেন। তবে শুরুতেই ডিসক্লেমার! ‘সিট কম’। হ্যাঁ, এটা মনে রেখেই পা বাড়ান। সিট বেশি নেই কিন্তু। আর অভিনব এই ইন্টারভিউয়ের ব্যবস্থা হয়েছে ‘উরি বাবা’তে।

গোলমেলে লাগল বিষয়টা? নতুন ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘উরি বাবা’। আর সেখানেই এই নতুন ধরনের ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছেন পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। যাঁরা ইন্টারভিউ দিতে আসছেন, তাঁদের দেখার মতো।

এ প্রসঙ্গে TV9 বাংলাকে কৃষ্ণেন্দু বললেন, “আপাতত পাঁচটা এপিসোডের এই ওয়েব সিরিজ। ইন্টারভিউ প্যাটার্নের উপর। সে জন্য নাম সিট কম। ১০ মিনিটের এক একটা এপিসোড। একটা গল্প একটা এপিসোডেই শেষ। কর্মখালি, তাই সিট কম।” এই ওয়েব সিরিজের চিত্রনাট্য, পরিচালনার দায়িত্ব সামলানোর পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। এ ছাড়া দেবযানী রায়, অদিতি গুপ্ত, অঙ্কিতা রায়, কস্তুরী চট্টোপাধ্যায়, উজ্জ্বয়িনী ঘোষ, শোভন চক্রবর্তী, অরূপ দেব, শুভাশিস চক্রবর্তী, রাজেশ মন্ডল, শান্তনু অভিনয় করেছেন এই ওয়েব সিরিজে। বহু নতুন অভিনেতারা পারফর্ম করেছেন এই ওয়েব সিরিজে।

সে প্রসঙ্গে কৃষ্ণেন্দু বলেন, “আমি এই প্ল্যাটফর্ম নিয়ে খুবই আশাবাদী। প্রচুর নতুন ছেলেমেয়েরা চান্স পাচ্ছে। বেশিরভাগ সময়ই নতুনদের নিয়েই কাজ করেছি আমি। কিন্তু যেখানেই যাই বড় মুখ চান সকলে। কিন্তু এখানে ভাল অভিনেতা যদি নতুনও হন, তাও তিনি সুযোগ পাচ্ছেন।”

আরও পড়ুন, Bigg Boss OTT launch LIVE UPDATES: ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথমবার শুরু হচ্ছে বিগ বস