Bigg Boss OTT launch LIVE UPDATES: ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথমবার শুরু হচ্ছে বিগ বস

Bigg Boss 15 OTT on Voot Launch LIVE Streaming and Updates: এই সুপারহাইপড রিয়ালিটি শোয়ের সঞ্চালনা করবেন করণ জোহর। যাঁকে বলি ইন্ডাস্ট্রি গসিপ কিং বলে চেনে। সঞ্চালনা তো করবেন, কিন্তু বিগবসের বাড়ির ভিতরে তাঁকে যদি ছয় সপ্তাহ থাকতে বলা হয়, তা কি পারবেন করণ?

Bigg Boss OTT launch LIVE UPDATES: ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথমবার শুরু হচ্ছে বিগ বস
করণ জোহর।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2021 | 7:44 PM

অবশেষে এল সেই প্রতীক্ষিত মুহূর্ত। করণ জোহরের সঞ্চালনায় ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ বিগ বস ১৫ ডিজিটাল প্রিমিয়ার হবে আর কিছুক্ষণের মধ্যেই। আজ রবিবার রাত আটটা থেকে বিগ বসের দরজা খুলে যাবে দর্শকের জন্য। এই প্রথমবার ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই জনপ্রিয় শো। বিগ বস-এর সদস্যরা বাড়ির ভিতর কী করবেন, আক্ষরিক অর্থেই প্রতিদিন ২৪ ঘণ্টা তার সাক্ষী থাকবেন দর্শক। খেলার নিয়ম একই থাকবে। বিভিন্ন রকম কাজ করতে দেওয়া হবে প্রতিযোগীদের। না পারলে থাকবে শাস্তি। বাদও পড়বেন তাঁরা। তবে প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে বলে অন্য উত্তেজনা রয়েছে দর্শক মহলে।

এই সুপারহাইপড রিয়ালিটি শোয়ের সঞ্চালনা করবেন করণ জোহর। যাঁকে বলি ইন্ডাস্ট্রি গসিপ কিং বলে চেনে। সঞ্চালনা তো করবেন, কিন্তু বিগবসের বাড়ির ভিতরে তাঁকে যদি ছয় সপ্তাহ থাকতে বলা হয়, তা কি পারবেন করণ? তিনি সাফ জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে এই কাজ অসম্ভব।

View this post on Instagram

A post shared by Voot (@voot)

বিগবসের নিয়ম অনুসারে যে সব প্রতিযোগী অংশ নিচ্ছেন বিগবস হাউজে প্রবেশের আগে তাঁদের বাইরের পৃথিবীর সঙ্গে যাবতীয় যোগ ছিন্ন করতে হয়। ফোন জমা দিয়ে আসতে হয়। ঘরের ভিতর না থাকে সোশ্যাল মিডিয়া, না থাকে প্রিয়জনদের গলার স্বর শোনার সুযোগ। আর তাতেই সমস্যা করণের। তাঁর কথায়, “ছয় সপ্তাহ ধরে একটি বাড়ির মধ্যে! ফোন ছাড়া! আমি আমার ফোন ছাড়া এক ঘণ্টাও থাকতে পারি না। শুধু মনে হয় ওই এক ঘণ্টায় কত কিছু মিস করে গেলাম আমি। ওহ মাই গড…।”

বিগবসের এই ওটিটি স্ট্রিমিং চলবে ছয় সপ্তাহ অবধি। যে যে প্রতিযোগী নির্বাচিত হবেন তাঁদের নিয়ে যাওয়া হবে বিগবসের মূল বাড়িতে। যা সম্প্রচারিত হবে টিভিতে, সঞ্চালনা করবেন সলমন খান। সিজন জুড়ে রয়েছে একগুচ্ছ চমক।

এখনও পর্যন্ত যে প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন বলে শোনা গিয়েছে, তাঁরা হলেন, নেহা ভাসিন, রাজেশ বাপাট, জেসিন খান, ঋদ্ধিমা পন্ডিত, করণ নাথ, উরফি জাভেদ, দিব্যা আগরওয়াল, অকসারা সিং, প্রতীক সেজপাল, নিশান্ত ভাট, মুসকান জাতনা, মিলিন্দ গাবা। তবে আদৌ এই ১২জনই থাকছেন কি না, তা জানতে আর কিছুক্ষণের অপেক্ষা। করণ জোহর স্বাগত জানাবেন অতিথিদের।

আরও পড়ুন, ‘তুমি আমার ঈশ্বর’, কার জন্মদিন সেলিব্রেট করলেন শ্রেয়া?