AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harbhajan Singh: এক মঞ্চে ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধন, উপস্থিত ‘ভাজ্জি’ সহ একাধিক পরিচিত মুখ!

8JJ Sports: আয়োজকদের মতে, 8JJ Sports-এর অন্যতম বিশেষত্ব হল এর ইন্টিগ্রেটেড ফ্যান ইকোসিস্টেম। যে ইকোসিস্টেমে ব্যবহারকারীরা মুক্তভাবে মতামত শেয়ার করতে পারেন, আলোচনা করতে পারেন এবং সক্রিয় অবদানকারী হয়ে উঠতে পারেন। এর ফলে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াপ্রেমী মানুষরা আগের চেয়ে আরও কাছ থেকে খেলার জগতের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

Harbhajan Singh: এক মঞ্চে ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধন, উপস্থিত 'ভাজ্জি' সহ একাধিক পরিচিত মুখ!
| Edited By: | Updated on: Dec 22, 2025 | 4:50 PM
Share

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হারভজন সিং ও আর এক ক্রিকেটার দীপক চাহার মুম্বাইয়ে একসঙ্গে উন্মোচন করলেন 8JJ Sports নামের এক গ্লোবাল স্পোর্টস মিডিয়া ও ফ্যান-এনগেজমেন্ট প্ল্যাটফর্মের। এই সংস্থার সদর দফতর শ্রীলঙ্কায়। এই প্ল্যাটফর্ম এবার পা রাখুল শ্রীলঙ্কার বাইরে। আর সেই ক্ষেত্রে তাদের পছন্দ অবশ্যই ভারত।

আজকের ক্রীড়াপ্রেমীদের কথা মাথায় রেখেই 8JJ Sports তৈরি করা হয়েছে। তাদের লক্ষ্য লাইভ স্কোর, ব্রেকিং স্পোর্টস আপডেট, ম্যাচ বিশ্লেষণের মতো বিষয়ে একটা নির্ভরযোগ্য ডিজিটাল গন্তব্য ওয়ে ওঠা। আর এর মধ্যে ক্রিকেট সহ একাধিক ক্রীড়া ইভেন্ট জুড়ে এক্সক্লুসিভ অ্যাথলিট-কেন্দ্রিক ফিচার নিয়েও কাজ করবে তারা।

এই অ্যাপ উদ্বোধনের অংশ হিসেবে হারভজন সিং ও দীপক চাহার যুক্ত হল অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। এই অনুষ্ঠানে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে হারভজন সিং বলেন, “ক্রিকেট সবসময়ই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। 8JJ Sports-এর মাধ্যমে আমি ভক্তদের কাছে খেলার আসল উত্তেজনা নিয়ে যেতে চাই। এটা শুধু খবর নয়, ভক্তদের নিজেদের মত প্রকাশের একটা জায়গা। আপনার ভাবনা শেয়ার করুন, কমিউনিটির সঙ্গে যুক্ত হন। আর তার সঙ্গে হয়তও আমার সই করা ব্যাট বা বলও জিতে নিতে পারেন! সঙ্গে থাকুন, স্পোর্টি থাকুন।”

দীপক চাহার যোগ করেন, “আপনি যদি আমার মতো নিয়মিত খেলার বিভিন্ন আপডেট দেখেন, তাহলে 8JJ Sports আপনার প্রিয় আড্ডা হয়ে উঠবে। এখানে স্কোরবোর্ডের বাইরে গিয়েও ক্রীড়াজগতের সবকিছু ও গভীর গল্পগুলো পাওয়া যাবে। এই কমিউনিটিতে যোগ দিন এবং দর্শক নয়, ইনসাইডার হিসেবে খেলাধুলার অভিজ্ঞতা নিন।”

আয়োজকদের মতে, 8JJ Sports-এর অন্যতম বিশেষত্ব হল এর ইন্টিগ্রেটেড ফ্যান ইকোসিস্টেম। যে ইকোসিস্টেমে ব্যবহারকারীরা মুক্তভাবে মতামত শেয়ার করতে পারেন, আলোচনা করতে পারেন এবং সক্রিয় অবদানকারী হয়ে উঠতে পারেন। এর ফলে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াপ্রেমী মানুষরা আগের চেয়ে আরও কাছ থেকে খেলার জগতের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

এই অ্যাপের লঞ্চ ইভেন্টে ক্রিকেট ও বিনোদন জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। হারভজন সিং ও দীপক চাহারের পাশাপাশি ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও উপস্থিত ছিলেন এদিন।

এছাড়াও বিনোদন ও ডিজিটাল দুনিয়ার বহু তারকাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এর মধ্যে জারিন খান, শেফালি বাগ্গা, অন্বেশী জৈন, নিক্কি তাম্বোলি, টিনা দত্ত, টিনা আহুজা, বিন্দু দারা সিং, সানা সুলতান খান, আদিতি বুধাথোকি, ন্যরা ব্যানার্জি, মুসকান কাটারিয়া, আয়ুষী শেখাওয়াত, তান্নাজ ইরানি, রুমা শর্মা, মারিয়াম জাকারিয়া, ইনায়াত শর্মা, এশান মাসিহ, গুলতেশাম, আনভারুল হাসান, আজমা ফাল্লাহ, অকসানা সিদোরোভা, আকাঙ্ক্ষা পুরি, শ্রুতি আনন্দ, বেবিকা ধুরভে, কেট শর্মা উল্লেখযোগ্য।

ভারতে আত্মপ্রকাশের মাধ্যমে 8JJ Sports নির্ভরযোগ্য ক্রীড়া কভারেজের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ ফ্যান অভিজ্ঞতা মিলিয়ে বিশ্বব্যাপী ক্রীড়া কনজাম্পশনের ধরণ বদলাতে চায়। তারা চায় ডিজিটাল স্পোর্টস কমিউনিটির এক নতুন যুগের সূচনা করতে।