Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay Kumar: ‘জানি না কী ঘটতে চলেছে?’ অক্ষয় কুমার কি এবার রাজনীতির ময়দানে…

Akshay On Politics: জনস্বার্থে যে যে বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, কেবল সেই বিষয় নিয়েই ছবি করার চেষ্টা করে থাকেন তিনি। তাঁর কথায় বাণিজ্যিকভাবে ব্যপক হারে লাভ করতে পারে এমন ছবি তিনি চাইলেন করতে পারেন।

Akshay Kumar: 'জানি না কী ঘটতে চলেছে?' অক্ষয় কুমার কি এবার রাজনীতির ময়দানে...
যা দেখে বেজায় খুশি হয়েছিলেন অক্ষয় কুমার। তিনি খাবারও পাচ্ছেন, তেমন পরিশ্রমও করতে হচ্ছে না, আবার তাঁকে টাকাও দেওয়া হচ্ছে। সেই শুরু।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 4:21 PM

বেশ কিছু বছর ধরেই অক্ষয় কুমারকে নিয়ে নানা চর্চা বর্তমান। কেন্দ্রের একাধিক প্রকল্পে যুক্ত থাকতে দেখা যায় অভিনেতাকে। ছবির প্রচারের ক্ষেত্রেও বেশ কিছু চিত্রনাট্য নিয়ে একশ্রেণি কেন্দ্রের তোষামোদের কথাও তুলে ধরেন। যদিও সম্প্রতি অক্ষয় কুমার সেই সকল বিতর্কে জল ঢেলেছেন। তিনি সরকারের পক্ষপাতে কোনও কাজ করেন না। জনস্বার্থে যে যে বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, কেবল সেই বিষয় নিয়েই ছবি করার চেষ্টা করে থাকেন তিনি। তাঁর কথায় বাণিজ্যিকভাবে ব্যপক হারে লাভ করতে পারে এমন ছবি তিনি চাইলেন করতে পারেন। কিন্তু তিনি তেমনটা করার কথা এই মুহূর্তে ভাবছেন না।

বক্স অফিসে সেভাবে আয় না হওয়া প্রসঙ্গে অক্ষয় কুমার সম্প্রতি জানান, তিনি এমন কিছু বিষয় নিয়ে বর্তমানে ছবি করতে চাইছেন, যা নিয়ে ছবি বানালে সাধারণের চোখ খুববে। শিক্ষণীয় হবে সকলের কাছে। যদিও তাতে কটাক্ষের পরিমাণ বিন্দুমাত্র কমছে না। কমছে না তাঁর ও কেন্দ্রে সংযোগ নিয়ে চর্চাও। অনেকেরই ধারণা হয়তো অক্ষয় কুমার যোগ দিতে চলেছেন রাজনীতিতে। সত্যি কি তাই? এবার সেই মর্মেও মুখ খুললেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, ”না, আমি রাজনীতিতে নামছি না। আমি জানি না ভবিষ্যতে কী ঘটবে, তবে বর্তমানে আমি এমন কোনও সিদ্ধান্ত নিইনি। আমি এমন কিছু ছবি করতে ব্যস্ত বর্তমানে, যার মাধ্যমে আমি অন্তত এমন কিছু বিষয় সমাজের সামনে তুলে আনি, যা সমাজের জন্য ভীষণ জরুরী। ভগবান এমন খুব সুন্দর একটা মঞ্চ দিয়েছেন। যেখানে দাঁড়িয়ে আমি ছবি বানাতে পারি, ছবির মাধ্যমে আমি দর্শকদের জানাতে পারি, আমাদের চারিপাশে কী কী ঘটছে। যেমন কেশরী, সম্রাট পৃথ্বীরাজ প্রভৃতি।”