‘মির্জাপুর’-এর শুটিংয়ে রাগের বশে অন্যের ফোন ভেঙে দিয়েছিলেন আলি!

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 10, 2021 | 8:16 PM

Ali Fazal: ওই অ্যাকশন ক্রাইম থ্রিলারে আলির চরিত্রের নাম ছিল ‘গুড্ডু’। শুটিংয়ের সময় কেউ বিরক্ত করলে তাঁর অসুবিধে হয়। তেমন ঘটনা ঘটেছিল বলেই নাকি আলি ফোন ভেঙে ফেলেছিলেন।

‘মির্জাপুর’-এর শুটিংয়ে রাগের বশে অন্যের ফোন ভেঙে দিয়েছিলেন আলি!
‘মির্জাপুর’-এর দৃশ্যে আলি ফজল।

Follow Us

অভিনেতা হিসেবে বলিউডে ধীরে ধীরে নিজের পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন আলি ফজল। বিশেষত ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। ‘মির্জাপুর’-এর দুটি সিজনেই আলি চমৎকার কাজ করেছেন। সিজন ওয়ানের শুটিংয়ে নাকি এক শিশুর ফোন ভেঙে দিয়েছিলেন। এতদিন পর সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে শেয়ার করলেন অভিনেতা।

ওই অ্যাকশন ক্রাইম থ্রিলারে আলির চরিত্রের নাম ছিল ‘গুড্ডু’। শুটিংয়ের সময় কেউ বিরক্ত করলে তাঁর অসুবিধে হয়। তেমন ঘটনা ঘটেছিল বলেই নাকি আলি ফোন ভেঙে ফেলেছিলেন।

সদ্য এক সাক্ষাৎকারে সেই স্মৃতি শেয়ার করতে গিয়ে আলি বলেন, “প্রথম সিজনে আমার মনে আছে, প্রতিদিন তিন ঘণ্টা ওয়ার্ক আউট করতাম। ১৪ ঘণ্টা শুটিং হত আমাদের। ঘুম হতো না। ফলে কোনও কোনও সময় রাগ নিয়ন্ত্রণে থাকত না। রাগের বশে বড় ভুলও করেছিলাম।”

কী সেই ভুল? যার মাশুল তখনই দিতে হয়েছিল আলিকে? অভিনেতার কথায়, “আমরা একটা ছোট শহরে শুটিং করছিলাম। একটি বাচ্চা ছেলে সমানে ফোনে রেকর্ডিং করছিল। আমি বারণ করেছিলাম। শুটিং চলছে। পরে আমরা একসঙ্গে ছবি তুলব। কথা শোনেনি। ওর ফোন নিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম। ফোনটা ভেঙে গিয়েছিল।”

আলি আরও জানান, ওই ঘটনার পর নিজের ভুল তিনি বুঝতে পেরেছিলেন। সেই ছেলেটিকে একটি ফোন কিনে দেওয়া হয়েছিল। রাগের বশে এ ধরনের ঘটনা অভিপ্রেত নয়, তিনি নিজেও জানেন সেটা। কিন্তু ভুল করে ফেলেছিলেন, তা স্বীকারও করেছেন।

আরও পড়ুন, নতুন রূপে আসছেন সুদীপা, পুজোর আগেই থাকছে চমক

Next Article