নতুন রূপে আসছেন সুদীপা, পুজোর আগেই থাকছে চমক
Sudipa Chatterjee: একটি ভিডিয়ো শেয়ার করেছেন সুদীপা। গয়নার ভিডিয়ো। সঙ্গে লিখেছেন, ‘ব্র্যান্ড সুদীপা চ্যাটার্জী আসছে।
সুদীপা চট্টোপাধ্যায়ের অনেক গুলো পরিচয়। কিন্তু রান্নার শো রান্নাঘর তাঁকে বাঙালি দর্শকের ড্রইংরুমে পৌঁছে দিয়েছে। তাঁর নিজস্ব রেস্তোরাঁও রয়েছে। এ বার আসতে চলেছে ব্র্যান্ড ‘সুদীপা চ্যাটার্জি’। সোশ্যাল মিডিয়ায় তেমন ইঙ্গিত দিয়েছেন তিনি।
একটি ভিডিয়ো শেয়ার করেছেন সুদীপা। গয়নার ভিডিয়ো। সঙ্গে লিখেছেন, ‘ব্র্যান্ড সুদীপা চ্যাটার্জী আসছে। খুব তাড়াতাড়ি আসছে। গয়না, হ্যান্ডলুম শাড়ি আরও অনেক কিছু আসছে, পুজোর আগেই আসছে। আপনাদের আশীর্বাদ চাই।’ ভারতীয় গয়না, পোলকি, বেনারসি সিল্ক শাড়ি, বাংলার জামদানি, বাংলার তাঁত, ধুতি পাঞ্জাবি, তসরের মতো অনেক কিছু দিয়ে তাঁর নতুন সম্ভার সাজাবেন, সে কথা জানিয়েছেন।
দেখতে দেখতে সাংসারিক জীবনের ১২ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় এবং প্রযোজক-পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। চেনাশোনা অবশ্য তারও আগে। বন্ধুত্ব, প্রেম, বিয়ে, সন্তান… একটা লম্বা সময়। বাড়িতেই ঘরোয়া ভাবে সেলিব্রেশন হল। দম্পতিকে দিনভর শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরা। আর পরিবার ছিলেন তাঁদের পাশেই।
বিবাহবার্ষিকী সেলিব্রেশনের ছবি শেয়ার করে সুদীপা লিখেছেন, ‘আমি কাউকে বলে বোঝাতে পারবো কি না জানি না- তবে,বিশ্বাস করুন- একমাত্র দুর্গাপুজো ছাড়া, আর জীবনের বাকি বিশেষ বিশেষ দিনগুলো,আমি বাড়িতে- খুব ছোট বৃত্তে, আড্ডা দিয়ে, গান শুনে আর রান্না করে কাটাতেই সবচেয়ে বেশি ভালবাসি। কোভিড পরবর্তী পরিস্থিতিতে কিন্তু আমরা একে অপরের অনেকটা কাছাকাছি আসতে পেরেছি। জানি না, পরে কখনও এই খাঁটি সময়টাকে মিস করতে হবে কি না। …।’