AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh-Aryan: শাহরুখকে ফেরালেন আরিয়ান? ‘স্টারডার্ম’-এ রাখলেন না কিং খানকে…

Stardom: ১২০ কোটির প্রস্তাবও ছিল তাঁর ঝুলিতে, তবুও তিনি তাঁর নিজের সিদ্ধান্ত থেকে বিন্দুমাত্র সরেননি। এখানেই শেষ নয়, সম্প্রতি শাহরুখ ভক্তদের জন্য এল মন খারাপের খবরও। 

Shahrukh-Aryan: শাহরুখকে ফেরালেন আরিয়ান? 'স্টারডার্ম'-এ রাখলেন না কিং খানকে...
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 4:43 PM
Share

সদ্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান। এবার পরিচালক হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। দীর্ঘ দিন ঘরে শাহরুখ খানের ছেলের ডেবিউ নিয়ে বলিউডে চর্চা ছিল তুঙ্গে। তবে আরিয়ান যে অভিনয়ে আসবেন না, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন। আরিয়ান খান তাই এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী সিরিজের কাজ নিয়ে। বর্তমানে সেই স্টারডার্ম নিয়েই চর্চা তুঙ্গে। আরিয়ান খানের এই ওয়েব সিরিজের কাজ এখন প্রায় শেষের পথে। কিন্তু এখনও তা বিক্রি হয়নি বলেই সূত্রের খবর। ১২০ কোটির প্রস্তাবও ছিল তাঁর ঝুলিতে, তবুও তিনি তাঁর নিজের সিদ্ধান্ত থেকে বিন্দুমাত্র সরেননি। এখানেই শেষ নয়, সম্প্রতি শাহরুখ ভক্তদের জন্য এল মন খারাপের খবরও।

এই সিরিজে ক্যামিও করার কথা ছিল শাহরুখ খানের। ছেলের পরিচালনাতে প্রথম কিং খান। তবে শোনা যাচ্ছে বাবাকে সিরিজে নিতে রাজি নন আরিয়ান খান। সকলেই শাহরুখ খানের ছেলের কাজ দেখতে মরিয়া। এমনই সময় এই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে। আরিয়ানের মত, শাহরুখ খানের ভক্তদের টানতে নয়, তাঁর সিরিজ হিট হোক তাঁর ক্ষমতার জেরে। তিনি নিজের দমে বলিউডে জায়গা করতে চান বলেই বাবাকে নেওয়ার সিদ্ধান্ত নাকোচ করেন আরিয়ান খান।

আরিয়ানের এমনই কিছু সিদ্ধান্ত বারবার প্রশংসার মুখে তুলে আনছে তাঁকে। নিজের ক্ষমতায় আরিয়ান নিজের পরিচয় তৈরি করতে চান। তিনি চান না নেপোকিডের তকমা নিয়ে কোণ ঠাঁসা হতে। শাহরুখের পারিবারিক সূত্রে এক ঘনিষ্টব্যক্তি জানান, বর্তমানে ছবির পরিচালকরা যখন প্রথম সিজ়ন তৈরির আগেই ৫তম সিজ়নের প্রস্তাব গ্রহণ করে ফেলছেন, তখন আরিয়ানের আত্মবিশ্বাস দেখার মতো। যতক্ষণ পর্যন্ত তাঁর সিরিজ তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও ওটিটি সংস্থার প্রস্তাব গ্রহণ করতে রাজি নন তিনি। এতেই শাহরুখ পুত্রের একাগ্রতা প্রমাণিত হয়।