চুমুর দৃশ্যটা টেকনিক্যাল ছিল, কোনও মজা নয়: অশ্লেষা ঠাকুর

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 10, 2021 | 1:39 PM

The Family Man 2: অশ্লেষা জানান, শুটিং শুরুর আগে তাঁকে এবং তাঁর বাবাকে নিজেদের অফিসে ডেকে এই বিষয়টা বুঝিয়েছিলেন পরিচালক রাজ এবং ডিকে। অভিনেত্রীর বাবা সিদ্ধান্ত পুরোটাই তাঁর উপর ছেড়ে দিয়েছিলেন।

চুমুর দৃশ্যটা টেকনিক্যাল ছিল, কোনও মজা নয়: অশ্লেষা ঠাকুর
‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর দৃশ্যে অশ্লেষা ঠাকুর।

Follow Us

ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ প্রাথমিক ভাবে নজর কেড়েছেন দুই মুখ্য চরিত্রের অভিনেতা মনোজ বাজপেয়ী এবং সামান্থা আকিনেনি। কিন্তু এই সিরিজের প্রত্যেকটি চরিত্রই গুরুত্বপূর্ণ। একে অপরের পরিপূরক। ঠিক যেমন মনোজের মেয়ের চরিত্রে অভিনয় করা অশ্লেষা ঠাকুর। সিরিজে তাঁর চরিত্রের নাম ধৃতি। কল্যাণ নামের একটি চরিত্রের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই প্লটের উপর দর্শকের নজর ছিল।

কল্যাণের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল ধৃতির। সে সব দৃশ্যে অভিনয় করতে কি আদৌ সমস্যা হয়েছিল? তা নিয়ে সদ্য এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অশ্লেষা। তাঁর কথায়, “আমি খুব নার্ভাস ছিলাম। কারণ প্রথমবার এমন কাজ করেছি। স্বতস্ফূর্ত ভাবে করতে চেয়েছিলাম। অনেক ওয়েব সিরিজে লভ ইন্টারেস্ট দেখেছি। এটা নিয়ে রিসার্চ করেছিলাম, পড়াশোনা করেছিলাম। চুমুর দৃশ্যটা টেকনিক্যাল ছিল। কোনও মজা নয়। এটা তো আমার কাজ। সুতরাং অভিনেত্রী হিসেবে যা যা করতে হবে, আমি করব।”

অশ্লেষা আরও জানান, শুটিং শুরুর আগে তাঁকে এবং তাঁর বাবাকে নিজেদের অফিসে ডেকে এই বিষয়টা বুঝিয়েছিলেন পরিচালক রাজ এবং ডিকে। অভিনেত্রীর বাবা সিদ্ধান্ত পুরোটাই তাঁর উপর ছেড়ে দিয়েছিলেন। অশ্লেষা বলেন, “আমার মনে হয়েছিল, এই দৃশ্যে অভিনয় করব। পরিচালকদের বিশ্বাস করতেই হবে।” কিডন্যাপ হওয়ার দৃশ্যে অভিনয় করাও তাঁর কাছে মানসিক ভাবে চ্যালেঞ্জিং ছিল। কিন্তু পরিচালকদ্বয়ের সমর্থনে তা তিনি ভাল ভাবেই করতে পেরেছিলেন।

দ্বিতীয় সিজনের শেষেই তৃতীয় সিজন হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্মাতারা। তার কাজ কবে শুরু হতে পারে, সে প্রসঙ্গে সদ্য এক সাক্ষাৎকারে মনোজ বলেন, “প্রত্যেকেই এখন গৃহবন্দি। আগে লকডাউন উঠে যাক। সব সুযোগ তৈরি হোক। আমি নিশ্চিত এর তৃতীয় সিজন তৈরি হবে। এখন তো লেখকরাও বন্দি। কিন্তু গল্প বা চিত্রনাট্য তো ওদের মাথাতেই রয়েছে। সব কিছু ঠিক থাকলে তৃতীয় সিজন তৈরি হতে এক থেকে দেড় বছর সময় লাগবে।”

এই সিরিজের প্রথম সিজনে মুম্বই, দিল্লি, কাশ্মীরে শুটিং হয়েছিল। দ্বিতীয় সিজনে চেন্নাই, লন্ডন, মুম্বই এবং দিল্লির বিভিন্ন অংশে শুটিং হয়। তৃতীয় সিজনে সম্ভবত উত্তরপূর্ব ভারতের কিছু অংশ দেখতে পাবেন দর্শক। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের কাজ শুরু করার আগে পরিচালক জুটি সম্ভবত অন্য একটি ওয়েব সিরিজ তৈরি করবেন। সেখানে শাহিদ কাপুরকে নিয়ে কাজ করবেন তাঁরা। সেই ওয়েব সিরিজের কাজ শেষ হলে ফের ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজে হাত দেবেন তাঁরা।

আরও পড়ুন, ‘সুন্দর জিনিস দেখা যায় না, অনুভব করতে হয়’, কেন বললেন শ্রাবন্তী?

Next Article