বিগবসের পরবর্তী সিজন এবার ওটিটিতে! থাকবেন রিয়াও?
Bigg Boss 15: শোনা যাচ্ছে এই সিজনে নাকি দেখা যেতে পারে রিয়া চক্রবর্তীকেও। রিয়া যদি বিগবস হাউজে প্রবেশ করে তবে দর্শকমহলে এর দ্বৈত প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুশান্ত কাণ্ডের পর বিগবসই হবে রিয়ার প্রথম কাজ।
রাখি সাওয়ান্তের এন্টারটেনমেন্টের ওভারডোজ, রুবিনা দিলায়েকের বুদ্ধিমত্তার জোরে জমে গিয়েছিল বিগবসের ১৪ তম সিজন। ১৩ নম্বর সিজনে লাইললাইট কেড়ে নিয়েছিলেন শেহনাজ গিল এবং সিদ্ধার্থ শুক্লা। আসতে চলেছে বিগবসের ১৫ তম সিজনও। তবে মুম্বইয়ের বিভিন্ন সংবাদপত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সিজনে নাকি নির্মাতারা সাজিয়ে রেখেছেন এক গুচ্ছ চমক। কী সেগুলি?
শোনা যাচ্ছে, বিগবসের এই সিজনটি নাকি ছয় মাস ধরে টেলিকাস্ট হতে চলেছে। তবে প্রথমেই টিভিতে নয়। ১২ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এই সিজন নাকি ওটিটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে প্রথমে দেখানও হবে ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ। এর মধ্যে কিছু জনকে বাদ দিয়ে আর কিছু প্রতিযোগীকে আবারও নিয়ে ১২ জনের নতুন একটি দল গঠন করে তবেই তা টিভিতে আনবেন নির্মাতারা, জানা যাচ্ছে এমনটাই।
View this post on Instagram
চমকের যদিও এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এই সিজনে নাকি দেখা যেতে পারে রিয়া চক্রবর্তীকেও। রিয়া যদি বিগবস হাউজে প্রবেশ করে তবে দর্শকমহলে এর দ্বৈত প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুশান্ত কাণ্ডের পর বিগবসই হবে রিয়ার প্রথম কাজ। গত বছর ভারতের গুগুল সার্চে রিয়ার নাম ছিল দ্বিতীয় নম্বরে। তাঁকে নিয়ে কম আলোচনা হয়নি। বছর ঘুরতে চললেও সেই আলোচনার রেশ জারি। তাই রিয়া যদি বিগবসে ঢোকেন তবে তা হতে পারে ওই রিয়ালিটি শো’র তুরুপের তাস। হয় জনপ্রিয়তা পৌঁছে যাবে শিখরে, নয় কমতে শুরু করবে হুড়হুড় করে।তবে শুধু রিয়াই নন, বিগবসের নয়া সিজনে নাকি দেখা যেতে পারে অনুষা দাণ্ডেকর ওরফে ভি.জে অনুষাকে। তাঁরও ব্রেকআপ হয়েছে সম্প্রতি। ঘটনাচক্রে যিনি আবার রিয়ার ভাল বন্ধুও।
আরও পড়ুন-দীর্ঘ এক মাসের লড়াই শেষ, বাবাকে হারালেন রুদ্রজিৎ
এ ছাড়াও বিগবসের এই নয়া সিজনে রয়েছে আরও এক চমক। এই সিজনে সেলেবদের পাশাপাশি অংশ নেবেন একজন সাধারণ। যার গায়ের গ্ল্যামারের প্রলেপ নেই, পেছনে পাপারাৎজির ধাওয়া করা নেই, একেবারে আম-আদমি। যদিও এই সবই এখনও আলোচনার পর্যায়ে। বিগবসের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে সংবাদনাধ্যমে কিছুই অফিসিয়ালি জানানো হয়নি।