বিষয়টা এখনও মেনে নিতে পারেননি অনেকেই। মেনে নিতে পারেননি যে অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আর এই পৃথিবীতে নেই। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোটা দেশের মানুষ। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ভক্ত ও সেলেব্রিটিরা দুঃখপ্রকাশ করেছেন। সম্প্রতি বিগ বস ওটিটির বাড়িতে সিদ্ধার্থকে শ্রদ্ধার্থ জানানো হয়। ভিডিয়োটি টুইটারেও শেয়ার করা হয়েছে।
বিগ বস ওটিটির হোস্ট করণ জোহর কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেছেন, “সিদ্ধার্থ এমন একটা মুখ, এমন একটা নাম, যে আমাদের জীবনের মূল্যবান অংশ হয়ে উঠেছিল। বিগ বস পরিবারের প্রিয় সদস্য ছিল সে। শুধু আমারই নয়, আমাদের ইন্ডাস্ট্রির অসংখ্য মানুষের বন্ধু ছিল ছেলেটা। আমাদের সকলকে ছেড়ে ও চলে গেল। ওর চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। ভাল সন্তান ছিল সিদ্ধার্থ, ভাল বন্ধু ও মজার মানুষ ছিল।”
A born star who ruled over our hearts with his talent, hard work, and dedication has now taken a place among the stars in the sky. You will always be remembered.❤️#SidharthShukla pic.twitter.com/8X4Dhp4JNl
— Bigg Boss (@BiggBoss) September 3, 2021
কয়েক সপ্তাহ আগেই বিগ বস ওটিটিতে অতিথি হয়ে এসেছিলেন সিদ্ধার্থ ও তাঁর প্রেমিকা শেহনাজ গিল। করণের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন তাঁরা। তারপর রিয়্যালিটি শো ডান্স দিওয়ানে ৩-তে গিয়েছিলেন অতিথি হয়ে। দুই বোন ও মাকে একা করে দিয়ে চলে গিয়েছেন এই অভিনেতা।
বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত সিদ্ধার্থকে মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মারা যান তিনি। মৃত্যুকালে সিদ্ধার্থর বয়স হয়েছিল ৪০ বছর। মাত্র ৪০ বছর বয়সে সিদ্ধার্থর আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। অনুরাগীদের কাছে এ এক বড় ধাক্কা।
‘বিগ বস ১৩’-র বিজেতা হওয়ার আগে থেকেই ইন্ডাস্ট্রিতে সিদ্ধার্থর পরিচিতি ছিল। ওই রিয়ালিটি শোয়ে জয়লাভের পর তিনি আরও জনপ্রিয় হন। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। একতা কাপুরের শো ‘ব্রোকেন বাট বিউটিপুল ৩’- সিদ্ধার্থর শেষ কাজ। ওই শোয়ে সিদ্ধার্থর চরিত্রের নাম ছিল অগস্ত্য।
১৯৮০-র ১২ ডিসেম্বর মুম্বইতে জন্ম হয় সিদ্ধার্থর। বাবা অশোক শুক্লা, মা রীতা শুক্লা। মূলত এলাহাবাদের মানুষ তাঁরা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের অভিনয়ের প্রতি ঝোঁক ছিলই। পরবর্তী কালে রচনা সংসদ স্কুল থেকে ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল।
‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি। শোনা যায় শেহনাজ গিলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল।
আরও পড়ুন: Saira Banu: হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সায়রা বানু
আরও পড়ুন: Happy Teachers Day: স্কুুলে না গিয়ে অনলাইনেই খুদে শিল্পীদের শিক্ষক দিবস