Darsheel Safari: দাঁতের জন্য এত অপমান, তাতেই তো যা হওয়ার হল দার্শিলের জীবনে…

Child Actor Struggles: দার্শিল এখন অনেকটাই বড় হয়েছেন। তাঁর একটি শর্ট ফিল্ম সম্প্রতি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু এই দাঁতের জন্য অনেক ফ্যাসাদে পড়তে হয়েছে দার্শিলকে।

Darsheel Safari: দাঁতের জন্য এত অপমান, তাতেই তো যা হওয়ার হল দার্শিলের জীবনে...
দার্শিল সাফারি...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2022 | 9:20 PM

‘তারে জ়মিন পর’ ছবির শিশুশিল্পী দার্শিল সাফারিকে কে ভুলতে পারে? সেই ছোট্ট ঈশান আবস্তি। বিশেষভাবে সক্ষম শিশু চরিত্রটি দারুণভাবে মন জয় করেছিল দর্শকের। দার্শিলের সামনের দাঁত দুটি উঁচু ছিল সেই সময়। তা দেখে সকলের ভাল লেগেছিল। এবং এই অদ্ভুত দর্শন দাঁত থাকার কারণেই তাঁকে কাস্ট করা হয়েছিল ঈশানের চরিত্রে। দার্শিল এখন অনেকটাই বড় হয়েছেন। তাঁর একটি শর্ট ফিল্ম সম্প্রতি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু এই দাঁতের জন্য অনেক ফ্যাসাদে পড়তে হয়েছে দার্শিলকে।

ছোট ছিলেন দার্শিল। উঁচু ছিল তাঁর দাঁত। তাই নিয়ে অনেকে অনেক কথা বলত। অনেক বিরক্তির শিকার ছিল ছোট্ট ছেলেটা। কিন্তু ব্রহ্মাণ্ডের অদ্ভুত খেলা! এই দাঁতই স্টার তৈরি করল দার্শিলকে। এই দাঁতের জন্যই ‘তারে জমিন পর’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করতে পেরেছেন দার্শিল। কারণ, এমন বাচ্চাকেই দরকার ছিল, যার সামনের দাঁত বড় এবং উঁচু।

পরবর্তীকালে অবশ্য এমন দাঁত আর নেই দার্শিলের। তিনি এখন অনেকটাই বড়। বলা ভাল, শিশু থেকে যুবকে পরিণত। মুক্তি পেতে চলেছে তাঁর ‘ক্যাপিটল এ, স্মল এ’ শর্ট ফিল্মটি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অ্যামাজ়ন মিনি টিভিতে স্ট্রিম করতে শুরু করবে সেই ছবি।