Unmesh Ganguly: ‘আশিতে আসিও না’র ধাঁচে ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ় ‘উলট পুরাণ’!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Mar 02, 2022 | 5:41 PM

Bengali Web Series Ulat Puran: সিরিজ়ে রয়েছে ৬টি এপিসোড। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। পরিচালনায় অরুণাভ মিত্র। চিত্রনাট্যে নিলয় সমীরণ নন্দি।

Unmesh Ganguly: আশিতে আসিও নার ধাঁচে ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ় উলট পুরাণ!
উন্মেষ গঙ্গোপাধ্যায়, (ইনসেটে 'আশিতে আসিও না')।

Follow Us

ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়। সিরিজ়ের নাম ‘উলট পুরাণ’। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যর প্রযোজনা সংস্থা ‘১৮০ ডিগ্রি’ তৈরি করেছে এই ওয়েব সিরিজ়। স্ট্রিম করতে শুরু করবে ‘উরিবাবা’তে। শুটিং হয়ে গিয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সিরিজ়ের পরিচালনা করেছেন অরুণাভ মিত্র। চিত্রনাট্য লিখেছেন নিলয় সমীরণ নন্দি। এর আগে ‘ঝালা গান পালা গান’ ওয়েব সিরিজ়টি পরিচালনা করেছেন অরুণাভ-নিলয়। মুখ্য চরিত্রে অভিনয় করছেন উন্মেষ ও শ্রেয়া ভট্টাচার্য। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ ছবিতে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন শ্রেয়া। রয়েছেন অমিত সাহা, দীপক হালদার, অপরাজিতা ঘোষ দাস, সুচন্দ্রা চৌধুরী, উদয়শঙ্কর পালের মতো অভিনেতারাও।

ওয়েব সিরিজ় সম্পর্কে TV9 বাংলাকে উন্মেষ বলেছেন, “এক বৃদ্ধ দম্পতির গল্প ‘উলট-পূরাণ’। সাধারণ মধ্যবিত্ত পরিবার। ছেলেমেয়েরা তাদের পাত্তা দেয় না। ভাড়া বাড়িতে থাকে তারা। বৃদ্ধ লটারির টিকিট কেনে। বৃদ্ধা টেলিভিশনে সিরিয়াল দেখেই সময় কাটিয়ে দেয়। একদিন সকালে উঠে তারা দেখে দু’জনেই যুবক-যুবতি হয়ে গিয়েছে। ওয়েব সিরিজ়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের ‘আশিতে আসিও না’ ছবির রেফারেন্স রয়েছে। গল্পেও সেই ছবির উল্লেখ রেখেছেন পরিচালক ও চিত্রনাট্যকার। যে ভাড়া বাড়িতে বৃদ্ধ-বৃদ্ধা থাকে, সেখানে প্রচুর ভাড়াটে। তাদের হঠাৎ পালটে যাওয়া চেহারায় চারপাশের ভাড়াটেদের সন্দেহ তৈরি হয়। এভাবেই গল্প এগিয়ে যায়।”

সিরিজ়ে বৃদ্ধর চরিত্রে অভিনয় করেছেন উদয়শঙ্কর পাল। পরিচালক অনীক দত্তর ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন বিহারী টানা রিকশাওয়ালার চরিত্রে। তাঁর বিখ্যাত সংলাপ ছিল ‘বাবু হামি গরিব আদমি আছে’। বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছেন সুচন্দ্রা চৌধুরী। তাঁকে শাশুড়ি মায়ের চরিত্রে সম্প্রতি দেখা গিয়েছে ‘দুয়ারে বউমা’ ওয়েব সিরিজ়ে।

সিরিজ়ে রয়েছে ৬টি এপিসোড। সাত্যকী বন্দ্যোপাধ্যায়ের গান আছে সেখানে। ‘বিরহী’ ওয়েব সিরিজ়ে ‘শুকপাখি’ গানটি গেয়েছিলেন সাত্যকী।

আরও পড়ুন: EXCLUSIVE Naina Gangopadhyay: কোনও সময় মনে হয়নি আমি নিজে লেসবিয়ান কিংবা বাই সেক্সচুয়াল, অভিনয় করার সময় আমি ব্ল্যাঙ্ক মানুষ: নয়না

আরও পড়ুন: Aryan Khan Drug Case: শাহরুখপুত্র আরিয়ান নির্দোষ, জানিয়েছে এনসিবি গঠিত নতুন তদন্তকারী দল সিট

আরও পড়ুন: Sreelekha Mitra: পছন্দের পুরুষ ফারহান আখতার ফের বিবাহিত, দীর্ঘশ্বাস পড়ছে শ্রীলেখার

Next Article