Dhoni in Web Series: নিজের প্রযোজিত ওয়েব সিরিজ়ে মহেন্দ্র সিং ধোনি, লড়াই করবেন দৈত্যদের সঙ্গে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 04, 2022 | 1:15 PM

ক্রিকেট জীবন থেকে অবসর নিয়ে বহু খেলোয়াড়ই বিকল্প পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছেন সঞ্চালনায়। এবার অভিনয় করছেন ধোনিও।

Dhoni in Web Series: নিজের প্রযোজিত ওয়েব সিরিজ়ে মহেন্দ্র সিং ধোনি, লড়াই করবেন দৈত্যদের সঙ্গে
অথর্ব: দ্যা অরিজিন।

Follow Us

নিজেই প্রকাশ্যে এনেছেন ওয়েব সিরিজ়ে নিজের লুক। মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দলের একদা অধিনায়ক অভিনয়ে এসেছেন। অভিনয় করেছেন ওয়েব সিরিজ়ে। সিরিজ়ের নাম ‘অথর্ব: দ্যা অরিজিন’। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পৌরাণিক গাথার প্রথম লুক টিজ়ার শেয়ার করে লিখেছেন, “আমার নতুন অবতার প্রকাশ্যে এনে ভাল লাগছে… অথর্ব।” যুদ্ধ ক্ষেত্রে জটাধারী ধোনির লুক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। টিজ়ারে ওয়েব সিরিজ়কে নিউ এজ গ্র্যাফিক নভেল বলেছেন ধোনি।

ধোনিকে দৈত্যদের সঙ্গে লড়াই করতে দেখা যাবে ওয়েব সিরিজ়ে। রমেশ থামিলমণি রচিত অপ্রকাশিত বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে সিরিজ়। রমেশ নিজেও প্রথম বই লিখেছেন। ওয়েব সিরিজ়ের প্রযোজনা করেছে ধোনির নিজস্ব প্রযোজনা সংস্থা ধোনি এন্টারটেইনমেন্ট। ২০১৯ সালে ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষী তৈরি করেছিলেন তাঁদের প্রযোজনা সংস্থাটি। তখন থেকেই ছবি ও ওয়েব সিরিজ় তৈরির পরিকল্পনা চলছিল তাঁদের।

৬ বছর আগের কথা। ২০১৬ সালে মুক্তি পায় ধোনির বায়োপিক ‘ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনয় করেছিলেন সেই ছবিতে। সুশান্তের কেরিয়ারের অন্যতম মাইলফলক ছিল সেই ছবি। সারাদেশের মানুষের মন ছুঁয়েছিল ছবিটি। ছিলেন কিয়ারা আডবানী ও দিশা পাটানিও। এবার ধোনি নিজেই অভিনয়ে নেমে পড়েছেন। গ্রাফিক নভেলের দুনিয়ায় প্রবেশ করেছেন তিনি।

ক্রিকেট জীবন থেকে অবসর নিয়ে বহু খেলোয়াড়ই বিকল্প পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছেন সঞ্চালনায়। এবার অভিনয় করছেন ধোনিও। ক্রিকেটের মাঠের সঙ্গে যদিও এখনও পর্যন্ত সম্পর্কচ্যুত হয়নি তাঁর। ২০২২ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ফের খেলবেন ধোনি। প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। ফেব্রুয়ারির ১২-১৩ তারিখ দলের নিলাম হবে বেঙ্গালুরুতে।

আরও পড়ুন: Madhubala: টাকা, গয়না সব কেড়ে মধুবালার ৯৬ বছরের বোনকে দেশছাড়া করল পুত্রবধূ

আরও পড়ুন: Deepika-Ananya: বলিপাড়ায় দিদি-বোনের সমীকরণ; অনন্যাকে কেউ বোঝে না, বললেন দীপিকা

আরও পড়ুন: Gehraiyaan-Dar Gai-Me Too: মি টু আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ইন্টিমেসি পরিচালকদের কতখানি প্রয়োজন: দর গাই

 

Next Article