Deepika-Ananya: বলিপাড়ায় দিদি-বোনের সমীকরণ; অনন্যাকে কেউ বোঝে না, বললেন দীপিকা

আপন বোনকে অ্যানি নামে ডাকেন দীপিকা। অ্যানি নামে ডাকতে শুরু করেছেন অনন্যাকেও। বলেছেন, দুনিয়া আসল অনন্যাকে চেনেই না।

Deepika-Ananya: বলিপাড়ায় দিদি-বোনের সমীকরণ; অনন্যাকে কেউ বোঝে না, বললেন দীপিকা
দীপিকা পাড়ুকোন ও অনন্যা পাণ্ডে।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 5:25 PM

একে-অপরের জন্য প্রশংসার সোসাইটি তৈরি করেছেন দীপিকা পাড়ুকোন ও অনন্যা পাণ্ডে। ‘গেহরাইয়াঁ’ ছবিতে একসঙ্গে কাজ করছেন দীপিকা ও অনন্যা। সেই থেকেই বন্ধুত্ব গাঢ় হয়েছে দু’জনের। একে-অপরের অনুরাগী হয়ে উঠেছেন দুই অভিনেত্রী। বয়সে ১৩ বছরের ব্যবধান তাঁদের। নিজের বোন অনিশা পাড়ুকোনের ছায়া দীপিকা দেখতে পান অনন্যার মধ্যে। তাঁকে অ্যানি নামে ডাকেন। অনিশাকেও তিনি অ্যানি নামেই ডাকেন। কেবল কর্মক্ষেত্রেই নয়, ব্যক্তিগত স্তরেও দু’জনের মধ্যে ভাব তৈরি হয়েছে। ‘গেহরাইয়াঁ’ দুই নায়িকার মধ্যে গেহরাইয়াঁ (পড়ুন সম্পর্কের গভীরতা) তৈরি করেছে।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা অনন্যা সম্পর্কে বলেছেন, “ছবির শুটিং হওয়ার আগে আমি অনন্যাকে একেবারেই চিনতাম না। অন্যদের মতো ওকে সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলাম। চেনার পর জানতে পারতাম ওর বয়সিদের থেকে অনেক বেশি বুদ্ধিমতী অনন্যা। খুব শার্প একজন মানুষ। ওর সেই রূপ এখনও দুনিয়ার সামনে তুলে ধরেনি অ্যানি। ফলে মানুষ ওকে সেই গুরুত্বও দেয় না। সবকিছু পর্যবেক্ষণ করার ক্ষমতা আছে ওর। অন্য অভিনেতাদের থেকে শেখার ইচ্ছে আছে। প্রতিদিন আরও ভাল কাজ করার খিদে আছে।”

অন্যদিকে দীপিকা সম্পর্কে অনন্যা বলেছেন, “দীপিকা আমাকে অ্যানি নামে ডাকে। নিজের বোনকেও অ্যানি নামে ডাকে। আমাকে বলেছে, আমি নাকি ওর ছোট বোনের মতো। ফলে দেখা হলেই আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। দীপিকা ওয়ার্ম একজন মানুষ। ওর মন খুব ভাল।”

১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘গেহরাইয়াঁ’। শাকুন বাত্রা পরিচালিত ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে, দায়িরা কারওয়া।

আরও পড়ুন: Gehraiyaan-Dar Gai-Me Too: মি টু আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ইন্টিমেসি পরিচালকদের কতখানি প্রয়োজন: দর গাই

আরও পড়ুন: Priyanka Chopra: প্রিয়াঙ্কাকে ‘মা’ বলে সম্বোধন অনুরাগীদের, কন্যার জন্মের পর সোশ্যালে ফিরলেন বিশ্ব সুন্দরী

আরও পড়ুন: Ishaan Khattar-Ananya Pandey: তারকা সন্তান অনন্যা পাণ্ডে ও ঈশান খট্টরের সম্পর্কে কি তবে সিলমোহর পড়ল?