Raj-Subhashree: লাল পাড় সাদা শাড়িতে সিঁদুর খেললেন শুভশ্রী; অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখলেন রাজ
Bijoya Dashami: ছবি শেয়ার করে রাজ লিখেছেন, "শুভ বিজয়া"। লাল পাড় সাদা শাড়িতে দেখা যায় শুভশ্রীকে। রাজের পরনে সাদা পাজামা-পঞ্জাবী। ছোট্ট ইউভানকেও দেখা যায় সাবেকি পঞ্জাবীতেই। রাজের পোস্টের নীচে নেটিজ়েনরা পাল্টা শুভ বিজয়া জানিয়েছেন তাঁকে, "ঢাকের কাঠিতে বিদায় সুর, উদাস করে মন, চললেন মা মহামায়া, আজকে বিসর্জন..শুভ বিজয়া..!!"

এবারের পুজোটা খুবই বিশেষ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তীর কাছে। আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী। হয়তো সামনের মাসেই ‘গুড নিউজ়’ দেবেন এই তারকা যুগল। তাই এই পুজোতে খুবই সাবধানে থাকতে হচ্ছে রাজ-শুভশ্রীকে। এবার তাঁদের ইএম বাইপাসের আবাসনের অ্যাপার্টমেন্ট থেকে একবারের জন্যেও বাইরে বের হননি শুভশ্রী। সেই বিলাসবহুল আবাসনে প্রত্যেক বছর ঘটা করে পালিত হয় দুর্গাপুজো। তাই সন্তান ইউভান এবং স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে সেখানেই দুর্গাপূজো পালন করেছেন শুভশ্রী। দশমীও তাঁদের কেটেছে সেই আবাসনেই। মঙ্গলবার দশমীর দিন সিঁদুর মেখে মাকে বিদায় জানিয়েছেন শুভশ্রী। সেই ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এবারের পুজো বাড়িতেই নিভৃতবাসে কেটেছে শুভশ্রী এবং রাজের। প্রতিবছর শুভশ্রী তাঁর শ্বশুরবাড়ি হালিশহরে যান। এক দু’দিন সেখানেই থাকেন। তিনি যান বর্ধমানে বাবার বাড়িতেও। সময় কাটিয়ে আসেন গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে। এবার সেসব কিছুই হয়নি। কেননা, তিনি অন্তঃসত্ত্বা।
View this post on Instagram
ছবি শেয়ার করে রাজ লিখেছেন, “শুভ বিজয়া”। লাল পাড় সাদা শাড়িতে দেখা যায় শুভশ্রীকে। রাজের পরনে সাদা পাজামা-পঞ্জাবী। ছোট্ট ইউভানকেও দেখা যায় সাবেকি পঞ্জাবীতেই। রাজের পোস্টের নীচে নেটিজ়েনরা পাল্টা শুভ বিজয়া জানিয়েছেন তাঁকে, “ঢাকের কাঠিতে বিদায় সুর, উদাস করে মন, চললেন মা মহামায়া, আজকে বিসর্জন..শুভ বিজয়া..!!”
