Kajol-Rani Relation: কেরিয়ারের শুরু থেকেই দূরত্ব, কেন কম কথা বলতেন রানি-কাজল
Bollywood Gossip: তবে এই জুটি করণের সঙ্গে খোলামেলা আড্ডা দিতে এসেছেন দেখে অনেকেই বেশ আনন্দ পেলেন। করণও চুটিয়ে আড্ডা দিলেন তাঁদের সঙ্গে। পাশাপাশি এমন বেশ কিছু প্রশ্ন সামনে তুলে আনলেন, যা নিয়ে ভক্তমনে প্রশ্ন ছিল প্রথম থেকেই।
অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ও কাজল, দুজনেই একটা সময় দাপটের সঙ্গে বলিউডে রাজত্ব করেছেন। একের পর এক ভাল ছবি তাঁদের দখলে। একের পর এক হিট ছবিও উপহার দিচ্ছিলেন তাঁরা। একই পরিবারের দুই সদস্য। তবে তাঁদের মধ্যে বয়সের ফারাক ছিল না তেমন। সেই কারণেই খুব সহজ হতে পারত তাঁদের বন্ধুত্ব। তাঁরা একে অন্যের সঙ্গে খুব ভাল সম্পর্ক বজায় রাখতে পারতেন। তবে তেমন ছবি অতীতে দেখা যায়নি। কফি উইথ করণ শোয়ে এই জুটিতে একসঙ্গে দেখে অনেকেই বেজায় খুশি। কারণ তাঁদের একসঙ্গে খুব একটা দেখা যেত না একটা সময়। তবে এই জুটি করণের সঙ্গে খোলামেলা আড্ডা দিতে এসেছেন দেখে অনেকেই বেশ আনন্দ পেলেন। করণও চুটিয়ে আড্ডা দিলেন তাঁদের সঙ্গে। পাশাপাশি এমন বেশ কিছু প্রশ্ন সামনে তুলে আনলেন, যা নিয়ে ভক্তমনে প্রশ্ন ছিল প্রথম থেকেই।
করণের কথায়, তাঁদের মধ্যে শুরুতে তেমন একটা বন্ধুত্ব ছিল না, কিন্তু কেন? কাজল বললেন, সত্যি তেমন কোনও কারণ ছিল না। খুব স্বাভাবিক দূরত্ব। আমাদের কাছে সেই সময়টা কাজই প্রথম গুরুত্ব পেত। কাজলের কথা শেষ হতে না হতেই রানি বলে ওঠেন, কারণ আমরা সবাই ছোট ছিলেন, যে সময় কাজল দিদিকে একটু কেমন লাগত। কাজল পরিবারের ছেলেদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিলেন। এরপর ওরা থাকত শহরে, আর আমরা থাকতাম জুহুতে। তাই খুব একটা দেখাও হত না। এরপর করণ প্রশ্ন করেন কীভাবে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হল, তিনি কাজলের কথায়, তাঁদের বাবা মারা যাওয়ার পর। যখন রানির বাবা প্রয়াত হন, তিনি কাজলের বাবার সঙ্গে অনেকটা বেশি সময় কাটাতে শুরু করেন। এরপর তিনিও চলে যেতে এই দুইয়ের মধ্যে যোগাযোগ বাড়ে। তখন থেকেই তাঁদের মধ্যে সম্পর্ক সহজ হয়।