Kangana Ranaut: ২৪-এর নির্বাচনে কিরণ খেরকে সরিয়ে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত?
Kangana Ranaut: কেন্দ্রীয় সরকারের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের সখ্যের খবর কারও অজানা নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণমুগ্ধ তিনি। রাখঢাক না করেই গেরুয়া শিবিরের সমর্থনে বারেবারেই মুখ খুলেছেন তিনি। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন থেকে লড়তে পারেন কঙ্গনা। সম্প্রতি কঙ্গনার ছবি দেওয়া এক পোস্ট ভাইরাল হতেই সেই জল্পনাতেই ঘি।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের সখ্যের খবর কারও অজানা নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণমুগ্ধ তিনি। রাখঢাক না করেই গেরুয়া শিবিরের সমর্থনে বারেবারেই মুখ খুলেছেন তিনি। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন থেকে লড়তে পারেন কঙ্গনা। সম্প্রতি কঙ্গনার ছবি দেওয়া এক পোস্ট ভাইরাল হতেই সেই জল্পনাতেই ঘি। এ নিয়েই যখন চলছে জোর আলোচনা তখন মুখ খুললেন নায়িকা নিজেই।
যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে জোড়হাত করে দাঁড়িয়ে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। লেখা, “চণ্ডীগড়, আমি আসছি”। যার পর থেকেই শুরু হয় গুঞ্জন। তবে কি অভিনেতা কিরণ খেরের বদলে চন্ডীগড়ে এবারের প্রার্থী কঙ্গনা? চণ্ডীগড় গেরুয়া শিবিরের সুরক্ষিত কেন্দ্র। সেখান থেকে বারংবার ভোটে জিতে তৃতীয় বার সাংসদ হয়েছেন কিরণ খের। সেই শক্ত ঘাঁটিই কি এবার গেরুয়া শিবির তুলে দিচ্ছে কঙ্গনার হাতে? যদি তাই হয় তবে কিরণের অবস্থান কী হবে? এ সব আলোচনার মধ্যেই কঙ্গনার বক্তব্য,”এই পোস্টের বিষয়ে আমি একেবারেই জানি না। আমি পোস্টটি নিজেও করিনি। পরিবারের লোকেরাও আমাকে দেখিয়েছে। তবে এই মুহূর্তে এমন কিছু ঘটেনি।” এর আগে ভোটে দাঁড়ানো নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা। তিনি বলেছিলেন, “ভগবান কৃষ্ণের যদি আশীর্বাদ থাকে, তবে নিশ্চয়ই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব।”
তিনি আরও যোগ করেছিলেন, “আমি একজন দায়িত্বশীল মানুষ। অনেকেই বলেন, আমি যা করি, যা বলে থাকি তা নাকি রাজনীতিতে প্রবেশের জন্য। এই কথা কিন্তু একেবারেই সত্যি নয়। আমি দেশভক্ত। এর বাইরে আমার কোনও কিছু পাওয়ার ইচ্ছে নেই। আমি আমার জীবন নিয়ে বেজায় খুশি রয়েছি। এই জায়গায় আস্তে আমায় অনেক পরিশ্রম করতে হয়েছে। জানি না, নতুন কোনও পেশা বেছে নিয়ে তা শুরু থেকে আবার শুরু করব কিনা।” চন্ডীগড়ে না দাঁড়ালেও অন্য কোনও কেন্দ্র থেকে তিনি প্রার্থী হন কিনা, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চলছে জোর জল্পনা।
