Kapil Sharma: মদ্যপ অবস্থায় স্ত্রীকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন কপিল, কী হয়েছিল তারপর?
কপিল জানাচ্ছেন তাঁর থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলেন গিন্নি। সকলের মধ্যে শুরু থেকেই তাঁকেই বেশ পছন্দ ছিল তাঁর। কিন্তু প্রেম প্রস্তাব দেওয়া হয়ে উঠছিল না কিছুতেই।
আকণ্ঠ মদ্যপান করেছিলেন কপিল শর্মা। সাত পাঁচ না ভেবে করে দিয়েছিলেন প্রপোজ। তবে মজার ব্যাপার কী জানেন যাকে প্রপোজ করেছিলেন সেই তরুণীই বর্তমানে তাঁর স্ত্রী গিন্নি। অপ্রকৃতস্থ কপিলের প্রেম প্রস্তাব পেয়ে কী করেছিলেন তিনি? ওয়েব প্ল্যাটফর্মের নতুন শো’য়ে সেই কাহিনীই ফাঁস করলেন কপিল শর্মা। (Kapil Sharma)
কপিল জানাচ্ছেন তাঁর থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলেন গিন্নি। সকলের মধ্যে শুরু থেকেই তাঁকেই বেশ পছন্দ ছিল তাঁর। কিন্তু প্রেম প্রস্তাব দেওয়া হয়ে উঠছিল না কিছুতেই। একদিন এক বিলিতি মদ খেয়ে ফেলেন কপিল। কপিলের কথায়, ” নিজেকে অফিসার অফিসার মনে হচ্ছিল। গিন্নি ফোন করতেই বলে ফেলি, এই তুমি কি আমায় ভালবাস? ও ভয় পেয়ে গিয়েছিল। ভাবছিল, এই ছেলেটার মধ্যে এত সাহস এল কী করে?”
এর পরেই শুরু হল প্রেম। তবে কপিল নিজের প্রেম নিয়েও মজা করতে ছাড়েননি। বলেছেন, ‘সেদিন দেশি মদ খেলে হয়তো বলতাম গিন্নি, তোমার বাবার কি ড্রাইভার লাগবে’? মদ্যপ অবস্থায় প্রেমের শুরু, সেখান থেকে বিয়ে, দুই সন্তান, সুখের সংসার… উচ্চবিত্ত পরিবার থেকে আসা গিন্নির মতো মেয়ে কেন কপিলকে বেছে নিয়েছিলেন এ প্রশ্ন আজও ভাবায় কমেডিয়ানকে। যে কমেডি শো’র অংশ হয়েছেন কপিল, সেই শো’য়ে হাজির ছিলেন তাঁর স্ত্রীও। সেখানেই সেই প্রশ্ন ছুড়ে দিতেই গিন্নির উত্তর “ভাবলাম সবাই বড়লোকদের সঙ্গে প্রেম করে আমি বরং এই গরীবের উপকার করি।” গিন্নির উত্তর শুনে হাসিতে ফেটে পড়েন শো’য়ে উপস্থিত বাকি দর্শকও। স্বামীর মতো স্ত্রীরও রসবোধ যে মারাত্মক এ কথা স্বীকার করে নিয়েছেন তাঁরাও।
View this post on Instagram