Sara Ali Khan: একই সময় কার্তিকের জোড়া ডেট, সারার পক্ষে কী মেনে নেওয়া সম্ভব?

Relationship Gossip: বার দু'জনকে একসঙ্গে পেয়ে সম্পর্ক নিয়ে এক জটিল প্রশ্ন চেলে দিলেন করণ জোহর। সারা ও অনন্যার উদ্দেশে প্রশ্ন করে বসলেন, একই সময় কার্তিক তোমাদের দুজনের সঙ্গে ডেট করছে জানলে কি তোমাদের মধ্যে সম্পর্ক একটা মধুর হত? যার উত্তর দিতে সবার আগে সরব হলেন সারা আলি খান।

Sara Ali Khan: একই সময় কার্তিকের জোড়া ডেট, সারার পক্ষে কী মেনে নেওয়া সম্ভব?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 12:53 PM

সারা আলি খান ও অনন্যা পাণ্ডে এই দুই স্টার এবার একসঙ্গে করণ জোহরের চর্চিত শো কফি উইথ করণের অংশ হয়েছিলেন। তৃতীয় সপ্তাহে এসে দুই তরুণীকে নিয়ে চ্যাট শোয়ে ঝড় তুললেন পরিচালক তথা প্রযোজক করণ। এই দুই স্টারের মধ্যে সব থেকে কমন বিষয় হল তাঁদের প্রাক্তন প্রেমিক কার্তিক আরিয়ান। একটা সময় দুই অভিনেত্রীরই প্রেমিক ছিলেন তিনি। এই মর্মেই এবার দু’জনকে একসঙ্গে পেয়ে সম্পর্ক নিয়ে এক জটিল প্রশ্ন চেলে দিলেন করণ জোহর। সারা ও অনন্যার উদ্দেশে প্রশ্ন করে বসলেন, একই সময় কার্তিক তোমাদের দুজনের সঙ্গে ডেট করছে জানলে কি তোমাদের মধ্যে সম্পর্ক একটা মধুর হত? যার উত্তর দিতে সবার আগে সরব হলেন সারা আলি খান।

সারা বরাবরই স্পষ্ট প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন। সম্পর্কের ক্ষেত্রেও কোনও রাখঢাক কোনওদিন ছিল না তাঁর। সারা আলি খান তাই এবারও জানিয়ে দিলেন, তিনি যদি বলেন যে এটা কোনও ব্যপারই নয়, তবে তিনি ভুল বলছেন।  তিনি বলেন, “আমি মোটেও বলতে পারব না, হ্যাঁ এটা খুব সহজ কারণ তখন এটা তার থেকেও বেশি তুচ্ছ বলেই মনে হত। এটি সত্যি সহজ নয়। আপনি যখন কারও সঙ্গে জড়িত হন, সে আপনার বন্ধু হোন কিংবা কোন পেশাগত সম্পর্ক হোক বা রোম্যান্টিক সম্পর্ক। বিশেষ করে যদি এই পরিস্থিতিতে আমি থাকি, আমি জড়িত হই, আমি তো নিজেকে বিনিয়োগ করছি। তাই এটা বলব না, যে এটা আমার জন্য কোনও ব্যাপার নয়। তাই তিনি এমন ।” সারা আরও যোগ করেন তিনি এখন বিশ্বাস করেন কাজের জগতে তেমন কোনও বন্ধু হয় না, হয় না কোনও পিঙ্কি প্রমিশ (গোলাপী প্রতিশ্রুতি)-র জায়গা নেই ।