AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karan Johar: বচসায় ইতি টানলেন করণ, দিলেন কোন সুখবর

Bollywood Gossip: কখনও আবার প্রযোজক পরিচালকের বচসা। সবটাই খুব দ্রুত খবরের শিরোনামে জায়গা করে নেয়। এই গসিপ আগেও ছিল এখনও বর্তমান। সম্প্রতি এমনই এক গসিপে জায়গা করে নিয়েছিল কার্তিক আরিয়ান ও করণ জোহরের সম্পর্ক।

Karan Johar: বচসায় ইতি টানলেন করণ, দিলেন কোন সুখবর
আর মাত্র একটা দিনের অপেক্ষা। শুরু হতে চলেছে করণ জোহর সঞ্চালিত টক শো কফি উইথ করণ সিজ়ন ৮। সেখানেই একগুচ্ছ নতুন চমক থাকছে। তবে অনেকেই নাকি এবার আসছেন না।
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 1:09 PM
Share

বলিউডের অন্দরমহলে এমন অনেক খবর প্রকাশ্যে আসতে দেখা যায় যেখানে খুব সহজেই সমীকরণ গুলো স্পষ্ট হয়ে যায়। কখনও স্টারদের মাধে বিবাদ, কখনও আবার পরিচালকদের মাঝে বিবাদ, কখনও আবার প্রযোজক পরিচালকের বচসা। সবটাই খুব দ্রুত খবরের শিরোনামে জায়গা করে নেয়। এই গসিপ আগেও ছিল এখনও বর্তমান। সম্প্রতি এমনই এক গসিপে জায়গা করে নিয়েছিল কার্তিক আরিয়ান ও করণ জোহরের সম্পর্ক। তাঁদের মধ্যে দোস্তানা ২ ছবি নিয়ে শুরু হয়েছিল বচসা। তারপর থেকেই একে অন্যের মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। করণ জোহরের সঙ্গে অনেকেই সেই সময় হাত মিলিয়ে কার্তিককে ছবি দেখে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কথায় আছে, সময় সবটা পাল্টে দেয়।

সেই সময়ের অপেক্ষা, আর কার্তিকে চুপ করে থাকাই তাঁর জন্য তুরূপের তাস হল। সেই করণ জোহরই এবার জুটি বাঁধতে চলেছেন কার্তিক। কার্তিকের জন্মদিনের গালা পার্টিতে উপস্থিত থাকতে দেখা গেল করণকেও। ফলে সবটাই জলের মত সহজ হয়ে গেল। বলিউড এখন অনেক বেশি ব্যবসায় নজর দিচ্ছে। তাই পুরনো বিবাদ ভুলে একে অন্যের পাশা থাকাতে তাঁরা বেশি বিশ্বাসী, দর্শক যাঁদের চাইছে, তাঁদের নিয়ে কাজ করার প্রসঙ্গে অনেক বেশি সহজ হচ্ছেন। এক্ষেত্রেও তেমনই ছবি দেখা গেল।

একদিকে যেমন এই খবর চর্চায়, ঠিক তেমনই আবার অন্য সুর শোনা যাচ্ছে করণ জোহরের শো নিয়ে। সেখানে এবার কার্তিক আরিয়ানের উপস্থিত থাকার খবর প্রাথমিকভাবে শোনা গিয়েছিল। কিন্তু বর্তমানে আবার বলিউডের অন্দরমহলে অন্য সুর। শোনা যাচ্ছে কফি উইথ করণ শোয়ে নাকি আসতে পারছেন না কার্তিক। যদিও এখনও এই খবরে সিলমোহর দেননি করণ। ফলে এখন কেবল অপেক্ষার পালা।