Shahrukh-Karan Relationship: ‘শাহরুখই প্রথম বুঝেছিলেন…’, নিজের নারীসুলভ দিক নিয়ে কী বললেন করণ
Bollywood Inside: কাছের বন্ধুরা বরাবরই শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ। সেই তালিকা থেকে বাদ পড়লেন না শাহরুখের ইন্ডাস্ট্রি বন্ধু করণ জোহর। তিনি প্রথম থেকেই শাহরুখ খানের সঙ্গে ভীষণ সহজ বোধ করেন। তাই মনের কথা অধিকাংশ সময়ই কিং খানকে তিনি অতি সহজেই বলে ফেলতেন।

শাহরুখ খানের সঙ্গে করণ জোহরের সম্পর্কের সমীকরণ প্রথম থেকেই বেশ মজবুত। তা সকলেই কম বেশি জানেন। প্রথম থেকেই শাহরুখ খান একটা বিশেষ ভীষণ সচেতন, তা হল বন্ধুত্বের সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া। যাঁরাই শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ট তাঁরাই একাধিকবার শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ। সেই তালিকা থেকে বাদ পড়লেন না শাহরুখের ইন্ডাস্ট্রি বন্ধু করণ জোহর। তিনি প্রথম থেকেই শাহরুখ খানের সঙ্গে ভীষণ সহজ বোধ করেন। তাই মনের কথা অধিকাংশ সময়ই কিং খানকে তিনি অতি সহজেই বলে ফেলতেন। এমন কি নিজের মনের কোণে লুকিয়ে রাখা নারীসত্ত্বার নিয়েও তিনি খুব সহজেই কিং খানের সঙ্গে কথা বলে ছিলেন। তাঁর মনে হয়েছিল এটা শাহরুখের কাছে ভীষণ সহজ। একটা সময় করণ যখন অনেকের কাছেই হয়ে উঠেছিলেন মজার পাত্র, কিন্তু তাঁর বন্ধু শাহরুখ খান তাঁকে কখনই বুঝতে দেননি এখানে কোথাও অস্বাভাবিকতা রয়েছে।
করণের কথায়, ‘আমার মনে হয় শাহরুখ খান প্রথম ব্যক্তি যিনি আমাকে বুঝিয়ে ছিলেন আমি ঠিকই আছে। তিনি বেড়ে উঠেছেন এমনই এক পগ্রেসিভ পরিস্থিতিতে। থিয়েটার থেকে ও আমার কাছে এসেছিল। সব ধরনের মানুষের সঙ্গে তিনি কাজ করেছেন। আমার মনে হয় আমার অভিভাবকেরাও এভাবে বুঝতে প্রস্তুত ছিলেন না বা পারতেন না।’
‘আমার মনে হয়, আমার চরিত্রের নারীসুলভ দিক প্রকাশ্যে এসেছিল কেবল মজার প্রসঙ্গে, হাসির জন্যে। এরপর আমার যখন বয়স হতে থাকল, মানুষ এটার কিছুটা অংশ গ্রহণ করল। তাও আমি অনুভব করতাম আমার আসে পাশে এমনই কোনও মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। আমার মনে পড়ে শাহরুখ খান প্রথম ব্যক্তি, যিনি আমায় কখনও ছোট চোখে দেখেননি। আমার মনে হয়, শাহরুখ এভাবে আমায় তখনই গ্রহণ করে নিয়েছিলেন, যখন এই বিষয়টা এতটাও সহজ হয়নি। এই বিষয় তিনি ভীষণ স্বাভাবিক ছিলেন।’
