Kirti Kulhari: স্বামীর কারণেই যৌন দৃশ্যে অভিনয় সহজ হয়েছিল কীর্তির

Kirti Kulhari: প্রসঙ্গত, 'ফোর মোর শটস' নিয়ে এই মুহূর্তে চর্চা জারি। ছবিটির পরিচালক রঙ্গিতা পৃথ্বীশ নন্দী ও ঈশিতা পৃথ্বীশ নন্দি।

Kirti Kulhari: স্বামীর কারণেই যৌন দৃশ্যে অভিনয় সহজ হয়েছিল কীর্তির
স্বামীর কারণেই যৌনে দৃশ্যে অভিনয় সহজ হয়েছিল কীর্তির
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2022 | 5:20 PM

স্বামী বা বলা ভাল প্রাক্তন স্বামীর কারণেই যৌন দৃশ্যে অভিনয় করা অনেক বেশি সহজ হয়ে উঠেছিল অভিনেত্রী কীর্তি কুলহারির কাছে। সেই কীর্তি কুলহারি ‘ফোর মোর শটস’ নামক ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে। ওই সিরিজে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে তাঁর। কিন্তু মোটেও অসুবিধে হয়নি তাঁর। প্রাক্তন স্বামী শাহিলকে নিয়ে তাই আজও উচ্ছসিত অভিনেত্রী।

তাঁর কথায়, “২০১৬ সালে আমি বিয়ে করি। আমার বলতে দ্বিধা নেই আমার প্রাক্তন স্বামী শাহিল সব সময় আমার পাশে ছিল। আমাকে নিয়ে কখনও অসুরক্ষিত বোধ করেনি। মানে কাউকে চুমু খাওয়া যাবে না– এ জাতীয় কোনও বাধা কোনওদিন ওর তরফে পাইনি।” আর সেই কারণেই চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় অনেক বেশি সহজ হয়ে উঠেছিল তাঁর কাছে।

গত বছরেই সামাজিক মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেন কীর্তি। যদিও কী কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে, সে বিষইয়ে কিছুই জানাননি তিনি। তবে এক সাক্ষাৎকারে বলেছিলেন, নতুন প্রেম করার থেকেও বিয়ে ভাঙা অনেক বেশি কঠিন। কারণ এতে দুই বাড়ির পরিবারের সদস্যও যুক্ত থাকে।

প্রসঙ্গত, ‘ফোর মোর শটস’ নিয়ে এই মুহূর্তে চর্চা জারি। ছবিটির পরিচালক রঙ্গিতা পৃথ্বীশ নন্দী ও ঈশিতা পৃথ্বীশ নন্দি। সিরিজে কৃতি ছাড়াও রয়েছে সায়নী গুপ্ত, বাণী জে, মানবি গুগরুসহ অনেকেই।” অ্যামাজন প্রাইমে এই মুহূর্তে স্ট্রিম করছে এই সিরিজ।