বছর ঘুরতে না ঘুরতেই পরিবারের তিন সদস্যকে হারালেন অভিনেতা মনোজ বাজপেয়ী। বাবা ও শ্বশুরমশাইয়ের পর এবার প্রয়াত হলেন মনোজের শাশুড়ি মা শাকিলা রাজা। প্রায় ১২ বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর দিল্লি এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
খবর পাওয়ামাত্রই দিল্লি ছুটে গিয়েছেন মনোজ। করেছেন শুট বাতিল। গত বছরই প্রয়াত হন অভিনেতার বাবা আরকে বাজপেয়ী। বয়স হয়েছিল ৮৩ বছর। এর পর গত বছরেই প্রয়াত হন স্ত্রী শাবানা বাজপেয়ীর বাবাও। এবার শাবানা হারালেন তাঁর মা’কে। বিহারের ছেলে মনোজ। দিল্লি এসেছিলেন লেখাপড়া করতে। তারপর সিনেমায় অভিনয় করবেন বলে মুম্বই চলে আসেন। বেশ কিছু বছর সেভাবে প্রচারের আলোয় ছিলেন না মনোজ। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের রমরমায় ফের বিপুল কাজের সুযোগ আসে তাঁর কাছে। ‘ফ্যামিলি ম্যান’, ‘রে’-এর মতো সিরিজের অফার পান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বলেছেন, “ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সব অভিনেতারা কাজ করছেন। তাঁদের পারফরম্যান্স সত্যিই দারুণ উপভোগ্য। প্রতি মুহূর্তে তাঁদের থেকে আমি শিখি। ভাবতে অবাক লাগে, এতদিন ইন্ডাস্ট্রি সেই ভাবে সুযোগ দেয়নি এই অভিনেতাদের। কিন্তু ওটিটি আসার পর গোটা পরিস্থিতিটাই পালটে গিয়েছে।” সেই মনোজের জীবনে এ হেন বিপর্যয়ে উদ্বিগ্ন অনুরাগীরাও।
আরও পড়ুন- Bengali Serial TRP: প্রথম তিনেও রইল না ‘মিঠাই’! বাংলা পেল নতুন টপারকে
আরও পড়ুন- Adrit Roy Exclusive: যারা নিজের ইচ্ছেয় বিয়ে দিচ্ছিল তারাই বিয়ে ভেঙে দিয়েছে: আদৃত রায়