Mirzapur 3: ওটিটি কাঁপাতে কবে আসছে গুড্ডু পণ্ডিত-কালিন ভাইয়া? 

গত বছর ২৩ অক্টোবর মুক্তি পেয়েছিল মির্জাপুরের দ্বিতীয় সিজন। রেকর্ড সফলতা লাভ করেছিল সিরিজটি।

Mirzapur 3: ওটিটি কাঁপাতে কবে আসছে গুড্ডু পণ্ডিত-কালিন ভাইয়া? 
ফের শুরু অপেক্ষা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2021 | 3:41 PM

মির্জাপুরের গদি আবারও কি দখল করতে পারবে কালিন ভাইয়া? গুড্ডু ভাইয়াও বা কী করবে এর পর? সুপারহাইপড ওয়েব সিরিজ মির্জাপুরের দ্বিতীয় সিজন দেখে এই প্রশ্নই নিশ্চয়ই এসেছিল আপনার মনে। তৃতীয় সিজন কবে আসবে সেই চিন্তায় ঘুম হচ্ছিল না? অবশেষে আপনার জন্য সুখবর। আসছে মির্জাপুর থ্রি। জানালেন প্রযোজক।

সিরিজটির প্রযোজক রিতেশ সিধওয়ানি এক সংবাদমাধ্যমযে জানিয়েছেন আপাতত চিত্রনাট্য নিয়ে কথাবার্তা চলছে। যদি করোনার বাড়াবাড়ি না হতো তবে এই বছরেই শুটিং শুরু করে দেওয়া হতো মির্জাপুরের পরবর্তী সিজনের। তাঁর কথায়, “তবে কাজ আমরা শুরু করে দিয়েছি। আশা করছি আগামী বছরেই দর্শক দরবারে হাজির করতে পারব মির্জাপুর ৩।”

গত বছর ২৩ অক্টোবর মুক্তি পেয়েছিল মির্জাপুরের দ্বিতীয় সিজন। রেকর্ড সফলতা লাভ করেছিল সিরিজটি। পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), দিব্যেন্দু শর্মা, আলি ফজল, রসিকা দুগ্গল, শ্বেতা ত্রিপাঠি, রাজেশ তাইলঙ্গের মতো অভিনেতারা মির্জাপুরের প্রথম সিজনে অভিনয় করেছিলেন। দ্বিতীয় সিজনও তাঁদের অভিনয়ে সমৃদ্ধ। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিজয় ভার্মা, প্রিয়াংশু পেনইউলি, ঈশা তলওয়ারের মতো শিল্পীরা। প্রায় প্রতিটি চরিত্রের পরতে পরতে লুকিয়ে ছিল সাসপেন্স। যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আবার শুরু হবে মির্জাপুর ৩। কবে? অপেক্ষার আরও এক বছর।

আরও পড়ুন-রাম থেকে রনিত… ছোট পর্দার এই সব অভিনেতার গাড়ির দাম শুনলে চমকে যাবেন!