Nia Sharma: ‘খুলে যাচ্ছে প্যান্ট, দেখা যাচ্ছে প্যান্টি’! রাতপার্টিতে এ কী অবস্থা সুন্দরী নায়িকার
Nia Sharma: পোশাক বিভ্রাট সিনেদুনিয়ায় নতুন কোনও ব্যাপার নয়। নানা সময় নানা অভিনেত্রীকে পোশাক বিভ্রাটের সম্মুখীন হতে হয়েছে। এই যেমন নিয়া শর্মা। বলিউডে বোল্ড অভিনেত্রীর সাম্প্রতিক পোশাক দেখে মাথায় হাত সকলের। একটাই প্রশ্ন, নেটিজেনদের একটা বড় অংশের-- 'এ কেমন পোশাক'?
পোশাক বিভ্রাট সিনেদুনিয়ায় নতুন কোনও ব্যাপার নয়। নানা সময় নানা অভিনেত্রীকে পোশাক বিভ্রাটের সম্মুখীন হতে হয়েছে। এই যেমন নিয়া শর্মা। বলিউডে বোল্ড অভিনেত্রীর সাম্প্রতিক পোশাক দেখে মাথায় হাত সকলের। একটাই প্রশ্ন, নেটিজেনদের একটা বড় অংশের– ‘এ কেমন পোশাক’? রবিবার রাত বাড়তেই এক জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন নিয়া। কালো রঙের ভেস্ট কোট পরেছিলেন নায়িকা। স্মোকি আই, ন্যুড লিপস– এত অবধি সব ঠিকই ছিল তবে বাধ সাধল তাঁর নীচের পোশাকটি। প্যান্ট খুলে যাচ্ছে… দৃশ্যমান তাঁর প্যান্টি! যা দেখে চক্ষু চড়কগাছে সাধারণের। তবে নিয়া কিন্তু উত্তাপহীন। তাঁর কাছে ওটাই ‘স্টাইল’। ফ্যাশনে ইন। যদিও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। একজন লেখেন, “অশ্লীলতা কখন যে ফ্যাশন হয়ে গেল বুঝতেই পারলাম না।” আর একজনের মন্তব্য, “জন্মদিনের পার্টিতে এই সব পোশাক! ছিঃ! পরলেন কী করে? দেখেই তো লজ্জা লাগছে।” কিন্তু সমালোচনার পাত্তা কবেই বা দিয়েছেন নিয়া? নিজের শর্তে বাঁচেন নিয়া।
জন্মদিনে পুরুষাঙ্গ সদৃশ এক কেক কেটে তিনি হয়েছিলেন ট্রোল্ড, মনে পড়ে? সে সময়ে যদিও এই বিষয়টি স্বাভাবিক ভাবেই নিয়েছিলেন তিনি। বরাবরই তিনি যে ‘বোল্ড’। ২০১০ সালে ধারাবাহিক ‘কালি-এক অগ্নিপরীক্ষা’ দিয়ে টেলিভিশনে ডেবিউ হয়েছিল তাঁরা। এ ছাড়াও ‘হাজারও মে মেরি বহনা হ্যায়’তেও দেখা গিয়েছিল তাঁকে। তিনি ভাল নাচও করেন। ‘ঝলক দিখলা যা’তেও অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে।
View this post on Instagram