Tiger Shroff: ছবি ফ্লপ! হতাশায় ডুবে কেবল খেয়ে যেতেন টাইগার… ভয়াবহ দিনের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা
Depression: টাইগারকে কার্তিক আরিয়ানের সাফল্য নিয়ে প্রশ্ন করায় তিনি বলেছেন, "আমি কারও সঙ্গে প্রতিযোগিতা করি না।"
‘কফি উইথ করণ’ সিজ়ন ৭-এর পরবর্তী পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনেতা টাইগার শ্রফ এবং অভিনেত্রী কৃতি শ্যানন। শোতে এসে নানা বিষয়ে কথা বলেন দুই তারকা। ছবি ফ্লপের পর নিজেদের মানসিক পরিস্থিতি নিয়ে কথা বলেন টাইগার। ‘হিরোপন্তি ২’ মুক্তির পর ছবিটি ফ্লপ করে। সমালোচকরা তীব্র নিন্দা করেছেন ছবির। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘হিরোপন্তি’। এই ঘটনায় মানসিক অবসাদের শিকার হন জ্যাকি-পুত্র।
টাইগার জানিয়েছেন, অনেক পরিশ্রম করেছিলেন ‘হিরোপন্তি ২’-এর জন্য। তারপর যখন ছবিটি ফ্লপ করে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। মন ভেঙে টুকরো-টুকরো হয়ে যায় টাইগারের। এতটাই হতাশা গ্রাস করে তাঁকে যে, তিনি অতিরিক্ত খাওয়াদাওয়া শুরু করে দেন।
মনোস্তত্ত্বের ভাষায় হতাশার সময় অতিরিক্ত খাওয়াদাওয়াকে বলা হয় ‘ইমোশনাল ইটিং’। চিরকাল ফিটনেস নিয়ে আতুপুতু করা টাইগার গপগপিয়ে খেতে শুরু করেছিলেন পিৎজ়া-বার্গার। ওজনও বাড়িয়ে ফেলেছিলেন সে সময়। সারাদিনই মুখ কালো করে বসে থাকতেন। কারও সঙ্গে বিশেষ কথা বলতেন না।
করণের প্রশ্নের জবাবে নিজের হতাশা নিয়ে মন খুলে কথা বলেছেন টাইগার শ্রফ। তিনি বলেছেন, “আমার মন ভেঙেছিল বাজে ভাবে। আমি হতাশায় ডুবে গিয়েছিলাম। জীবনে খুব বেশি কিছু ত্যাগ করিনি আমি। যা করতে ভাল লাগে, আমি তাই-ই করি। আমি বেশি পার্টি করি না। আমার অনেক বন্ধুও নেই। ফলে মনের দুঃখে কেবলই খেতে থাকতাম আমি।”
‘কফি উইথ করণ’-এর এই পর্বে টাইগারের সঙ্গে এসেছেন তাঁর প্রথম ছবির নায়িকা কৃতি শ্যানন। টাইগারকে কার্তিক আরিয়ানের সাফল্য নিয়ে প্রশ্ন করায় তিনি বলেছেন, “আমি কারও সঙ্গে প্রতিযোগিতা করি না।”